রাহুল 'চিরকালের পর্যটক', বললেন রূপানি, রাজ্যে বন্যা, বেঙ্গালুরুর রিসর্টে আয়েশ করছেন কং বিধায়করা! তোপ বিজেপির

The perpetual tourist, Shri @OfficeOfRG came to Gujarat but the people of Gujarat are asking- where are our INC MLAs in this crucial time?
— Vijay Rupani (@vijayrupanibjp) August 4, 2017
Instead of another photo-op, it would have been better had @OfficeOfRG & @INCIndia devoted time to proper relief work in flooded areas.
— Vijay Rupani (@vijayrupanibjp) August 4, 2017
Rahul Gandhi's leadership style is working wonders in his party. Following him, Congress MLAs are also in vacation mode!
— Vijay Rupani (@vijayrupanibjp) August 4, 2017
People of Gujarat know the tricks of the Congress rather too well. Their anti-people & anti-Gujarat mindset is not a secret.
— Vijay Rupani (@vijayrupanibjp) August 4, 2017
I condemn the unfortunate attack on Rahul Gandhi's convoy. I have instructed officers to take strict action against those responsible.
— Vijay Rupani (@vijayrupanibjp) August 4, 2017
গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতীন পটেলের দাবি, রাহুুলকে বুলেট প্রুফ গাড়ি দিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনিই প্রাইভেট কার চেয়ে নেন। বিজেপি মু্খপাত্র সম্বিত মহাপাত্র কংগ্রেসের অভিযোগ উড়িয়ে বলেন, ঈশ্বরের দোহাই, দয়া করে এ দেশের আমআদমিকে গুণ্ডা, বদমাশ বলবেন না। বন্যাক্রান্ত মানুষ, রাহুল গাঁধী ও তাঁর দলের এ ধরনের রাজনীতি দেখে দেখে যারা ক্লান্ত, তাদের অপরাধী বলবেন না। বরং সেইসব মানুষের আবেগকে সম্মান করুন। বন্যার কবলে পড়ে যে মানুষগুলি ক্ষুব্ধ, তাদের অসম্মান করা উচিত নয় বিরোধী দলের। গুজরাতে বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে একদিকে বিজেপি বিধায়করা যথাসাধ্য চেষ্টা করছেন, অথচ কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরুর রিসর্টে আয়েশ করছেন বলেও কটাক্ষ করেন মহাপাত্র। বলেন, মানুষ বিপদের সময় জনপ্রতিনিধিদের পাশে চাইছে, তখন ওঁরা মজা করছেন! ঘটনাচক্রে গুজরাতে রাজ্যসভা নির্বাচন সামনেই। ৬ জন বিধায়ক দল ছাড়ার পর বিজেপি যাতে বাকিদেরও ভাঙিয়ে নিতে না পারে, সেজন্য দলীয় বিধায়কদের বিমানে কর্নাটকে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। রাহুলকে আক্রমণ করে বিজেপি মুখপাত্রটি এও বলেন, সবাই জানে, উনি সুবিধাবাদী রাজনীতি করেন, উড়ে এসে জুড়ে বসার রাজনীতিতে বিশ্বাস করেন। 





















