কর্নাটকে কেন্দ্রীয় সহায়তা: মোদী সরকারকে ‘এফ’ গ্রেড দিলেন রাহুল

নয়াদিল্লি: ভোট আসন্ন কর্নাটকে কৃষি খাতে কেন্দ্রীয় সহায়তায় মোদী সরকারকে ‘এফ’ গ্রেড (ফেল) দিল কংগ্রেস।
এদিন টুইটারে কর্নাটক রাজ্যে মোদী সরকারের কৃষি-পারফরম্যান্সের ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন রাহুল গাঁধী। সেখানে তিনি অভিযোগ করেন, রাজ্যে যখন কংগ্রেস শাসন ছিল, সেই সময় ৮,৫০০ কোটি টাকা কৃষি ঋণ মকুব খাতে কোনও সহায়তা করেনি কেন্দ্র।
কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর শস্য বিমার প্রকল্পের ফলেও কৃষকদের প্রভূত ক্ষতি হয়েছে। কারণ, সেখানে বিমা সংস্থাগুলি বিশাল লাভ করে গিয়েছে। তিনি যোগ করেন, কর্নাটকের কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএসপি) বা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয়নি।
https://twitter.com/RahulGandhi/status/991879859151360000এমনকী, সহায়ক মূল্যের ৫০ শতাংশ অতিরিক্ত সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল মোদী সরকার। তাও দেওয়া হয়নি। টুইটারে রাহুল লেখেন, ‘গ্রেড-এফ’। আগামী ১২ তারিখ বিধানসভা নির্বাচন হতে চলেছে কর্নাটকে। একদিকে, কংগ্রেস ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, বর্তমান শাসককে সরিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি।






















