এক্সপ্লোর
করোনায় ভারতের ব্যর্থতা নিয়ে পড়ানো হবে হার্ভার্ডে, খোঁচা রাহুলের, যা পারছেন, বলে যাচ্ছেন! পাল্টা নড্ডার
করোনা ভাইরাসের সংক্রমণে রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে ভারত চলে আসার পরই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, অতিমারীর গুরুত্বই ঠিকভাবে বুঝতেই উঠতে পারেনি বিজেপি সরকার, আর সেজন্যই পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে।

নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণে রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থানে ভারত চলে আসার পরই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, অতিমারীর গুরুত্বই ঠিকভাবে বুঝতেই উঠতে পারেনি বিজেপি সরকার, আর সেজন্যই পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে। ট্যুইটারে রাহুল লিখেছেন, করোনা মহামারী মোকাবিলায় ভারত সরকারের অপারগতাকে আগামী দিনে ব্যর্থতার উদাহরণ হিসেবে পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। নিজের পোস্টের সঙ্গে রাহুল প্রধানমন্ত্রী মোদির জাতির উদ্দেশে দেওয়া একটি ভাষণের অংশ বিশেষও জুড়ে দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে মহাভারতের যুদ্ধে ১৮ দিনে জয় এসেছিল, করোনার বিরুদ্ধ যুদ্ধে ভারত জিতবে ২১ দিনে। পাশাপাশি, রাহুল একটি গ্রাফের ছবিও দিয়ে দেখিয়েছেন যে সংক্রমণ কমার পরিবর্তে কেমন করে উত্তরোত্তর বেড়েছে এবং সংক্রমণে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে দেশ। কোভিড সংক্রমণ রোধে ব্যর্থতার পাশাপাশি জিএসটি চালু করা এবং বিমুদ্রাকরণে ব্যর্থতা নিয়েও খোঁচা দেন রাহুল। তবে রাহুলের আক্রমণের প্রত্যুত্তরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা কংগ্রেসের পরিবারতন্ত্রকে খোঁচা দিয়ে বলেন, কংগ্রেসের দুর্ভাগ্য যে দলে যথেষ্ট যোগ্য নেতা থাকলেও তাঁরা কোনও কথা বলার সুযোগই পান না। সেই সুযোগেই রাহুল গাঁধী যা পারছেন বলে যাচ্ছেন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















