এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, মোদীকে তোপ রাহুলের
নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, কারও সঙ্গে আলোচনা না করেই প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। যা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। নোট বাতিলের কুফল সম্পর্কে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, অটো মোবাইল শিল্প ১৬ বছর আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে।
দিল্লির তালকোটরা স্টেডিয়ামে কংগ্রেসের জনবেদনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেছেন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছেন নরেন্দ্র মোদী।
রাহুলের অভিযোগ, সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই নোট বাতিলকে ঢাল করেছেন মোদী। তিনি আরও বলেছেন, দেশে বেকারত্ব বেড়ে গিয়েছে। মানুষ শহর থেকে পালাচ্ছেন। কোনও চিন্তাভাবনা না করেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মোদী। রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে পরিবর্তন আনার কথা বলছেন। এখন তাঁর নিজেকেই প্রশ্ন করা উচিত, গাড়ি বিক্রির সংখ্যা আচমকা কমে গেল কেন।
রাহুলের দাবি, বিজেপি দেশে যে অচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনওদিনই পূর্ণ হবে না। ২০১৯-এর ভোটে কংগ্রেস ক্ষমতায় ফেরার পর দেশে সুদিন আসবে বলেও মন্তব্য করেছেন তিনি।
রাহুল প্রধানমন্ত্রীর পাশাপাশি আক্রমণ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবতকেও। তাঁর দাবি, কংগ্রেসের আমলে কখনওই দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির অবমাননা করা হয়নি। কিন্তু এখন ওই প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে। রাহুলের অভিযোগ, এখন প্রধানমন্ত্রী ভাবছেন, শুধু তিনি নিজে ও আরএসএস প্রধান দেশ চালাবেন।
তাঁর ভাষণে কংগ্রেস সভাপতি মোদীর বেশ কিছু প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন। তিনি স্বচ্ছ ভারত অভিযানকে নিশানা করেন। রাহুল বলেছেন, আড়াই বছর আগে মোদীজী বললেন, ভারতকে স্বচ্ছ করবেন। সবাইয়ের হাতে ঝাড়ু ধরিয়ে নিজেও ঝাড়ু হাতে তুলে নিলেন। কিন্তু পুরোটাই একটা ফ্যাশন ছিল। তিন-চার দিন চলল। তারপর সব ভুলে যাওয়া হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement