Bangladesh News : খুনের হুমকির মুখেও শিরদাঁড়া সোজা করে ফের লড়াইয়ের প্রস্তুতি সন্ন্যাসীর আইনজীবীর
ABP Ananda LIVE : বাংলাদেশে একুশে আইন। খুনের হুমকির মুখেও শিরদাঁড়া সোজা করে ফের লড়াইয়ের প্রস্তুতি সন্ন্যাসীর আইনজীবীর। বাংলাদেশে ফের চালু হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। খারিজ হাসিনা জমানার দলীয় সরকারের অধীনে নির্বাচনের আইন। গণভোটে সিলমোহর। প্রাণের ঝুঁকি নিয়েও বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসীর জন্য লড়াই। অকুতোভয় আইনজীবীর সঙ্গে দেখা করলেন কার্তিক মহারাজ। কলকাতা দখল নিয়ে বাংলাদেশের মৌলবাদীদের অলীক আস্ফালন! গুরুত্বই দিচ্ছেন না মুক্তিযোদ্ধারা। এপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট। জালে ডাকঘরের অস্থায়ী কর্মী। ১১ বছর ধরে ৪ হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে চাল-ডাল লুঠ! মালদার কালিয়াচকে চাঞ্চল্যকর অভিযোগ। তদন্তের নির্দেশ জেলাশাসকের। ইডির মামলায় জামিন, এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু। প্রেসিডেন্সি জেল থেকেই শোন অ্যারেস্ট দেখাল কেন্দ্রীয় এজেন্সি। হেফাজতে চেয়ে আবেদন। সব দেখছে আদালত, সব বোঝে। দেখব কীভাবে হাজির করানো যায়। বারবার গরহাজিরা কোর্টে ভর্ৎসিত কালীঘাটের কাকু। কেজরিওয়ালের মুক্তির যুক্তিও খারিজ। আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে এসএফআইআয়ের অভিযান ঘিরে রণক্ষেত্র বারাসাত। কলেজে ঢুকতে টিএমসিপির বাধা। ২ পুলিশকর্মী আহত। চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, সন্দীপ-অভিজিতের জামিন। প্রতিবাদে ফের রাজপথে। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান।