এক্সপ্লোর
Advertisement
মোদীর একের পর এক প্রকল্প দুর্দান্ত সফল, বিপাকে পড়ে মন্দিরে মন্দিরে যাচ্ছেন রাহুল, কটাক্ষ রাজনাথের
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর একের পর এক সাফল্যপ্রাপ্তিতে বেকায়দায় পড়ে মন্দিরে মন্দিরে ঘুরছেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ সভাপতিকে কটাক্ষ রাজনাথ সিংহের। শুক্রবার গুজরাতের ছোটা উদেপুর, জেটপুর, লুনাওয়াদা, মাহুদা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচার সভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বলেন, নরেন্দ্র মোদীজীর চালু করা প্রতিটি প্রকল্পই এত সফল যে, রাহুল গাঁধী খুবই বিচলিত হয়ে পড়েছেন। উনি এতটাই বিব্রত যে এখন মন্দিরে যাচ্ছেন। আগে কখনও ওঁকে মন্দির যেতে দেখেছেন? কিন্তু উনি এত উদ্বিগ্ন কেন? কংগ্রেস ৬৫ বছর দেশ চালিয়েছে। আমাদের অন্তত ২০টা বছর শাসন করতে দিন যাতে দেশটাকে বদলে দিতে পারি।
মোদীর শাসনে বিদেশে ভারত সম্পর্কে ধারনা বদলে গিয়েছে বলে দাবি করে রাজনাথ বলেন, কংগ্রেস দেশের এই ভাবমূর্তিরই ক্ষতি করছে। ওরা গুজরাতের উন্নয়ন নিয়েই প্রশ্ন করছে। রাহুল গাঁধীর কাছে আমার প্রশ্ন, উন্নয়ন যদি না-ই হয়ে থাকে, তবে কেন রাজীব গাঁধী ফাউন্ডেশন গুজরাত সরকারের প্রশংসা করেছিল? পিউ-এর মতো আন্তর্জাতিক সংস্থা বলছে, ১০০-র মতো ৮৮ জন ভারতবাসী মোদীকে নেতা বলে মানেন। এপর্যন্ত দেশ শাসন করা সব সরকারের মধ্যে মোদী সরকারই সবার সেরা।
রাহুল ও কংগ্রেস 'ক্ষমতার জন্য লালায়িত' বলে কটাক্ষ করে রাজনাথ বলেন, উনি জিএসটি-কে গব্বর সিং ট্যাক্স বলছেন। তাহলে কেন সংসদে জিএসটিকে সমর্থন করল কংগ্রেস? লোকের চোখে চোখ রেখে ওরা বলতে পারবে, জিএসটি সমর্থন করে না! ওরা দেশকে মিথ্যা বলছে। নাম না করে গুজরাতে বিজেপি-বিরোধিতায় একজোট হার্দিক পটেল, অল্পেশ ঠাকোর, জিগনেশ মেভানিকে রাহুলের হাত ধরার বিপদ সম্পর্কে সাবধান করেন রাজনাথ। অমেঠির সাংসদের 'রাজনীতিতে দুর্ভাগ্যের' প্রতি ইঙ্গিত করে বলেন, রাহুলের হাত ধরলেই কিন্তু ডুবতে হবে! উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের কী অবস্থা হয়েছে, দেখুন। গত বিধানসভা ভোটে সমাজবাদী পার্টি ২০০টা আসন হয়ত পেত। কিন্তু রাহুলের সঙ্গী হয়ে ৫০টা আসনও পেল না!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement