এক্সপ্লোর
দিদিমাকে সারপ্রাইজ দিতে ইতালি গেলেন রাহুল

নয়াদিল্লি: দিদিমাকে সারপ্রাইজ দেওয়া এবং তাঁর সঙ্গে হোলির সপ্তাহান্ত কাটানোর জন্য ইতালি গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। রাহুল লিখেছেন, ‘আমার দিদিমার বয়স ৯৩। তিনি অত্যন্ত দয়ালু মহিলা। হোলির সপ্তাহান্তে আমি তাঁকে সারপ্রাইজ দিতে চলেছি। তাঁকে জড়িয়ে ধরার জন্য তর সইছে না।’ একইসঙ্গে দেশবাসীকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন কংগ্রেস সভাপতি।
My Nani is 93. She’s the kindest soul ever. This Holi weekend, I’m going to surprise her! I can’t wait to give her a hug.... #HappyHoli to all of you. Have a joyful celebration..
— Office of RG (@OfficeOfRG) March 1, 2018
মধ্য প্রদেশে দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি-কে হারিয়ে কংগ্রেসের জয়ে উল্লসিত রাহুল। তিনি দাবি করেছেন, এটা বিজেপি-র কুশাসন ও ঔদ্ধত্যের পরাজয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















