এক্সপ্লোর
Advertisement
নিষেধাজ্ঞা অমান্য করেই হিংসা কবলিত সাহারনপুরের পথে রাহুল, রুখতে তত্পর প্রশাসন
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই সংঘর্ষে উত্তপ্ত সাহারনপুর জেলার উদ্দেশে রওনা দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। যদিও সাহারানপুর প্রশাসন জানিয়েছে, রাহুলকে জেলার সীমানা থেকেই ফিরিয়ে দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে সড়ক পথে সাহারনপুরের জাতিভিত্তিক সংঘর্ষের কেন্দ্রস্থল শাব্বিরপুর গ্রামের দিকে রওনা দিয়েছেন রাহুল।
জেলার উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাহারনপুরেই রয়েছেন উত্তরপ্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) আদিত্য মিশ্র। তিনি বলেছেন, পুলিশ রাহুল গাঁধীকে তাঁর সফর বাতিল করতে অনুরোধ করেছে। পরিস্থিতি নিয়ে যাতে কোনও ধোঁয়াশা বা উস্কানি না ছড়ায় সেজন্যই কংগ্রেস সহ সভাপতিকে সফর বাতিলের অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি। এরপরও যদি তিনি আসেন তাহলে তাঁকে জেলার সীমানাতেই থামানো হবে এবং ফিরে যেতে বলা হবে। কিন্তু সেই অনুরোধ না শুনলে রাহুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধারা অনুযায়ী, কোনও এলাকায় চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ।
অন্যদিকে, কংগ্রেস বলেছে, উপদ্রুত এলাকায় যেতে না দেওয়া হলে রাহুল গ্রেফতার বরণ করবেন।
কংগ্রেস নেতা পি এল পুনিয়া জানিয়েছেন, দলের কর্মীরা রাহুলের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন, হিংসার শিকারদের সঙ্গে রাহুলকে দেখা করার অনুমতি প্রশাসনকে দিতে হবে।
রাহুলের সঙ্গে রয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, রাজ বব্বর। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, 'দেশের দরিদ্র, দলিত, আদিবাসীদের কন্ঠস্বর কেউ রুদ্ধ করতে পারবে না। বিজেপি গুণ্ডাদের তৈরি করা হিংসার শিকারদের সঙ্গে দেখা করা থেকে রাহুলকে কেউ বাধা দিতে পারবে না'।
উল্লেখ্য, সম্প্রতি সাহারনপুর জাতিভিত্তিক দাঙ্গায় উত্তপ্ত হয়ে উঠেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement