এক্সপ্লোর
Advertisement
কৃত্রিম মেধা নিয়ে বলতে আমেরিকা সফর রাহুলের
নয়াদিল্লি: সামনেই গুজরাত, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। গুজরাতে শঙ্কর সিংহ বাঘেলার মতো হেভিওয়েট কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন, হিমাচল শাসন করা কংগ্রেসকে এবার প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার সঙ্গে লড়তে হবে। এই অবস্থায় নরওয়ে থেকে ফিরেই মার্কিন সফর রাহুল গাঁধীর। সেখানে কৃত্রিম জ্ঞান (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) অর্থাত্ মানুষের মতো ভাবনাচিন্তা করা যন্ত্র তৈরির বিজ্ঞান নিয়ে এক সভায় তিনি ভাষণ দেবেন বলে শোনা যাচ্ছে। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে নিজের ভাবনাচিন্তার ব্যপ্তি ঘটাতে' এবারের সিলিকন ভ্যালি সফর কংগ্রেস সহ সভাপতির। প্রযুক্তি বিশারদদের সঙ্গে আলোচনার পর ১১ সেপ্টেম্বর তিনি বিষয়টি নিয়ে বলতে পারেন।
সূত্রটি জানিয়েছে, সফটওয়ারের উন্নতির ক্ষেত্রে গোটা দুনিয়ায় ভারত স্বীকৃতি পেয়েছে। রাহুল চান, এবার কৃত্রিম মেধা, জ্ঞানের ব্যাপারেও ভারত নিজের জায়গা করে নিক, বিশেষ করে চিন সহ একাধিক দেশ যেখানে এক্ষেত্রে গবেষণার জন্য বিনিয়োগ করা শুরু করেছে।
কংগ্রেসের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, রাহুলের উদ্দেশ্য হল, মেধা দেশে ফিরিয়ে এনে কংগ্রেসের ভিশন অর্থাত্ দর্শন, ভাবনাচিন্তা সংক্রান্ত নথিপত্রে তা প্রয়োগ করা।
রাহুলের এই সফর বাস্তবায়িত করার ব্য়াপারে মূল উদ্য়োগ ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্য়ান স্য়াম পিত্রোদার। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগনোার দর্শনে বিশ্বাসী স্য়ামকে দেশে ফিরিয়ে এনেছিলেন প্রয়াত রাজীব গাঁধী। দেশে টেলিকম প্রযুক্তির বিকাশে বিরাট অবদান ছিল তাঁর।
নরওয়ে সফরে রাহুল বায়োটেকনলজির দুনিয়ায় নামীদামি লোকজনের সঙ্গেও কথা বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement