এক্সপ্লোর
Advertisement
ভুটান, মায়ানমার, বাংলাদেশ ও নেপালের সঙ্গে রেলে যুক্ত হওয়ার পরিকল্পনা, জানালেন সুরেশ প্রভু
দার্জিলিং: নেপাল, বাংলাদেশ, মায়ানমার ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে রেল যোগাযোগ গড়ে তুলতে চায় ভারত। আজ দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে এসে রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন এ কথা। ইউনেস্কোর সঙ্গে ৫,৩৩,৩৩২ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করল ভারতীয় রেল। এর ফলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সংরক্ষণের জন্য ইউনেস্কো কাজ করবে।
প্রভু জানিয়েছেন, নেপাল, ভুটান, মায়ানমার ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রীতিমত ভাল। এইসব দেশের সঙ্গে দিল্লি রেল যোগাযোগ গড়ে তুলতে আগ্রহী। বিষয়টি বাস্তবায়িত করার চেষ্টা চলছে।
শুধু ভারতের সঙ্গে এই দেশগুলির রেল যোগাযোগই নয়, যাতে সবকটি দেশকে যুক্ত করেই একটি সার্কিট গড়ে তোলা যায়, সে ব্যাপারেও ভাবনাচিন্তা করছে রেলমন্ত্রক। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো হবেই, একইসঙ্গে সুদিন দেখবে সবকটি দেশের পর্যটন ও বাণিজ্য ব্যবস্থা। কর্মসংস্থানেরও সুবিধে হবে।
রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের রাজধানীগুলির মধ্যেও রেল যোগাযোগ গড়ে তোলার কাজ চলছে। তাঁর বিশ্বাস, এর ফলে রাজ্যগুলির পর্যটন শিল্প আরও ফুলেফেঁপে উঠবে। উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজধানীকে বাকি দেশের সঙ্গে সহজে সংযুক্ত করা গেলে এই এলাকার উদ্যান শিল্প, ফুল চাষ, কারিগরী শিল্প- সব কিছুই আরও বড় বাজার পাবে বলে তিনি জানিয়েছেন। বিষয়টি সরেজমিনে দেখতে কাল ও পরশু সিকিম ও অরুণাচলপ্রদেশ সফর করবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement