এক্সপ্লোর
Advertisement
হলদিঘাটের যুদ্ধে জয়লাভ করতে পারেননি আকবর, দাবি রাজস্থানের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে
জয়পুর: ভারতের মধ্যযুগের ইতিহাসের অন্যতম পরিচিত হলদিঘাটের যুদ্ধে রাজপুত শাসক মহারানা প্রতাপের বিরুদ্ধে জয়ী হতে পারেননি মুঘল সম্রাট আকবর। এমনই দাবি করা হলে রাজস্থানের স্কুলপাঠ্যে। রাজ্যের দশম শ্রেণীর সমাজ বিজ্ঞানের বইয়ে এমন কথাই বলা হয়েছে। চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সংশোধিত পাঠ্যসূচীতে বলা হয়েছে, ‘মুঘল বাহিনীর জয়ের সত্যতা স্বীকৃত নয়’। পাঠ্যাংশে আরও দাবি করা হয়েছে এমন কিছু বিষয় ছিল, যাতে যুদ্ধের ফলাফল প্রতাপের অনুকূলেই গিয়েছিল। সমাজ বিজ্ঞান গ্রন্থের ওই অধ্যায়ের লেখক দাবি করেছেন, মেবারে সংকটজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল মুঘল বাহিনীকে। তারা মেবারের বাহিনীকে তাড়া করতে পারেনি। এই সব ঘটনার পরিপ্রক্ষিতেই হলদিঘাটের যুদ্ধের ফলাফল মেবারের মহারানার পক্ষেই গিয়েছিল।
লেখকের আরও দাবি, আকবরের লক্ষ্য ছিল প্রতাপকে ধরে মুঘল দরবারে নিয়ে আসা। এরপর তাঁকে হত্যা করে রাজপুর রাজ্যটি নিজের দখলে নেওয়ার পরিকল্পনা ছিল মুঘল সম্রাটের। কিন্তু এই লক্ষ্য পূরণ হয়নি আকবরের।
লেখকের আরও দাবি, যুদ্ধের ফল অমীমাংসিত ছিল না বা আকবরও জয়ী হননি। ঐতিহাসিক তথ্য থেকে প্রমাণ মিলেছে যে, মেবার দখল করতে ব্যর্থ হয়েছিল মুঘল বাহিনী। যুদ্ধের ফল গিয়েছিল মহারানা প্রতাপের পক্ষেই।
লেখক বলেছেন, কোনও কোনও ইতিহাসবিদের দাবি, যুদ্ধের ফল ছিল ‘অমীমাংসিত’।
১৫৭৬-এ উদয়পুরের কাছে এই বিখ্যাত যুদ্ধ হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement