এক্সপ্লোর
হাসপাতালের অপারেশন থিয়েটারে ঝগড়া দুই ডাক্তারের

জোধপুর: রাজস্থানে জোধপুরের উমেদ হাসপাতালের অপারেশন টেবিলে বেহুঁশ রোগী। কিন্তু হুঁশ নেই ডাক্তারদের। অপারেশন থিয়েটারেই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়লেই দুই চিকিত্সক। এই ঘটনার ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর হাসপাতাল প্রশাসন দোষী চিকিত্সকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক মহিলা টেবিলে বেহঁশ অবস্থায় শুয়ে রয়েছেন। ওই মহিলার অস্ত্রোপচার হওয়ার কথা। কিন্তু রোগীর দিকে নজর নেই চিকিত্সকদের। তাঁরা নিজেদের মধ্যে ঝগড়া করছেন। নিজেদের মধ্যে এই বচসা যে রোগীর পক্ষে প্রাণঘাতী হতে পারে, তা নিয়ে কোনও পরোয়াই নেই দুই চিকিত্সকের। অপারেশন টেবিলে থাকা ওই মহিলার গর্ভের মধ্যেই সন্তানের মৃত্যু হয়েছে। তাই তাঁর দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু রোগীর এই অবস্থা জেনেও চিকিত্সকদের তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই। যাঁদের মধ্যে ঝগড় চলছিল, তাঁদের এখন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. অশোক নানিওয়াল (সবুজ গাউন), অন্যজন অ্যানস্থেটিস্ট ড. এমএল টাক। জানা গেছে, গতকাল বেলা ১২ টার সময় এই ঘটনা ঘটেছে।
হাসপাতালের সুপার রঞ্জনা দেশাই বলেছেন যে, এই ঘটনা খুবই লজ্জাজনক। দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















