এক্সপ্লোর
Advertisement
সার্ক সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে পাকিস্তান যাচ্ছেন রাজনাথ
নয়াদিল্লি: সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েসন ফর রিজিওনাল কোঅপারেশন)-এর বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে পাকিস্তান যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সার্কভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলন ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বৈঠকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের প্রসঙ্গ উত্থাপণ করবেন রাজনাথ।
উল্লেখ্য, ২০০৫-এ ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে ঠিক হয়েছিল যে, সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে প্রতি বছর সদস্যদেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীরা একবার করে বৈঠক করবেন। এর আগে বৈঠকে বসবেন স্বরাষ্ট্র সচিবরা। ঢাকা সম্মেলনে সন্ত্রাসবাদ সমস্ত দেশ ও মানবতার পক্ষে বিপদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
সার্কভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৬-এ ঢাকায়। পরের বৈঠক হয় ২০০৭-এ নয়াদিল্লিতে।
উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে অশান্তি ছড়িয়েছে। এই ঘটনায় পাকিস্তানের উস্কানি রয়েছে বলে বারেবারেই জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে।বুরহানকে ‘শহিদ’ তকমা দিয়ে পাক সরকারের পক্ষ থেকে ‘কালা দিবস’ পালন করা হয়েছে। এই ঘটনায় দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। রাজনাথও গত সপ্তাহে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, পাকিস্তানকে বুঝতে হবে যে, তরুণদের অস্ত্র তুলে নিতে উস্কানি দেওয়াটা একেবারেই ঠিক নয়।
এরই প্রেক্ষাপটে সার্ক সম্মেলন উপলক্ষ্যে রাজনাথ পাকিস্তানে যাচ্ছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement