কেরল: বিজেপি-আরএসএস সমর্থকদের থেকে রাখী পরে বদলি ৪ পুলিশকর্মী

তিরুঅনন্তপুরম: বিজেপি ও আরএসএস সমর্থকদের হাত থেকে রাখী পরে বিপাকে কেরলের চার পুলিশকর্মী।
খবরে প্রকাশ, গত রাখী বন্ধনের দিন নারুভামুড়ু থানার এক সাব-ইন্সপেক্টর সমেত চার পুলিশকর্মীর বিরুদ্ধে স্থানীয় বিজেপি ও আরএসএস সমর্থকদের কাছ থেকে রাখী পরার অভিযোগ ওঠে।
এই প্রেক্ষিতে বিভাগীয় তদন্তর নির্দেশ দেওয়া হয়। এরপরই চারজনকে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়। এক শীর্ষ পুলিশকর্তা জানান, ডিউটিরত অবস্থায় রাখী পরানোয় অনুমতি দিয়ে এই চারজন কর্তব্যে গাফিলতির পরিচয় দিয়েছেন।
ওই কর্তা যোগ করেন, ওই চার পুলিশকর্মীর উচিত ছিল রাখীর প্রস্তাব প্রত্যাখ্যান করা। পাশাপাশি, পুলিশের উচিত নয় কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো বলেও মনে করিয়ে দেন ওই কর্তা।


















