এক্সপ্লোর
Advertisement
আজ থেকে শীর্ষ আদালতে শুরু রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি
নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর পূর্তির ঠিক একদিন আগে আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে রাজ জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। শুনানি হবে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ ও আবদুল নাজিরের বিশেষভাবে গঠিত সাংবিধানিক বেঞ্চে।
২০১০-এ এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় যে রায় দেয় তার বিরুদ্ধে শীর্ষ আদালতে ১৩টি আবেদন জমা পড়েছে। হাইকোর্ট বলেছিল, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিনভাগ করে দুভাগ তুলে দিতে হবে রাম লালা ও নির্মোহী আখড়ার হাতে, একভাগ সুন্নি ওয়াকফ বোর্ডকে।
উত্তরপ্রদেশের সিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড অবশ্য সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে, অযোধ্যার বিতর্কিত জমি রাম মন্দিরের জন্য ছেড়ে দিতে তাদের আপত্তি নেই, বদলে মুসলমান অধ্যুষিত কোনও এলাকায় একটি মসজিদ তৈরি করতে দিতে হবে। কিন্তু এই সমাধানসূত্র মানেনি সুন্নি ওয়াকফ বোর্ড। তাদের বক্তব্য, ১৯৪৬-এ আদালত জানিয়ে দেয়, বাবরি মসজিদ সুন্নিদের, সিয়ারা এ বিষয়ে নাক গলাতে পারে না।
বিতর্কিত এই মামলার চূড়ান্ত শুনানির জন্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই দরকারি সব তথ্য ও নথির ইংরেজি অনুবাদ জমা দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। রাম লালার হয়ে মামলা লড়বেন কে পরাশরণ, সি এস বৈদ্যনাথন ও সৌরভ শামশেরি। অতিরিক্ত সলিলিটার জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করবেন।
সুন্নি ওয়াকফ বোর্ড আর নির্মোহী আখড়ার হয়ে দাঁড়াবেন কপিল সিবাল, অনুপ জর্জ চৌধুরি, রাজীব ধবন ও সুশীল জৈন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement