এক্সপ্লোর
আদালতের মধ্যেই স্ত্রীর গলা কেটে খুন করল নিজের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত

গুয়াহাটি: নিজের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি আদালতের মধ্যেই স্ত্রীকে খুন করল। অসমের ডিব্রুগড় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে গতকাল এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম পূর্ণ নহর ডেকা। আদালতে উপস্থিত অন্যান্যরা তখনই তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় ৯ মাসের মত জেল খাটে অভিযুক্ত। অল্পদিন আগে জামিন পায়। গতকাল মামলার শুনানি ছিল। আদালত চত্বরে স্ত্রী রীতা নগর ডেকাকে দেখতে পেয়ে তাঁর গলার নলি কেটে দেয় সে। রীতা এই মামলার অভিযোগকারী ছিলেন। [embed]https://twitter.com/ANI/status/1007775974719721472[/embed] রীতাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। জানা গিয়েছে, খুনের আগে স্ত্রীর সঙ্গে কথা বলতে শুরু করে অভিযুক্ত। আচমকা পকেট থেকে ছুরি বার করে তাঁর গলা কেটে খুন করে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















