এক্সপ্লোর
নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গোয়ার বিধায়ক: গ্রেফতার দালাল চক্রের ১ মহিলা
পানাজি: গোয়ায় নাবালিকাকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার দালাল চক্রের সঙ্গে জড়িত এক মহিলা।
১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে গোয়ার বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক আতানাসিও মনসারেটের বিরুদ্ধে। মনসারেট নিজেই ক্রাইম ব্র্যাঞ্চের কাছে আত্মসমর্পণ করেছে।
এই কাণ্ডে আজ রোসি ফেরস নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকা এই মহিলাকে আগে থেকেই চিনত বলে জানা গিয়েছে। মেয়েটির মায়ের কাছ থেকে এই মহিলাই তাকে নিয়ে আসে। সেই প্রথমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী মনসারেটের সঙ্গে ওই মেয়েটির আলাপ করিয়ে দেয় মিরামার সমুদ্রসৈকতের একটি চার তারা হোটেলে। সেখানেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, দুদিন আগে নাবালিকাকে অর্থের বিনিময়ে কেনা এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় মনসারেটকে। গ্রেফতার করা হয় মেয়েটির মাকেও। আজ দুপুর ১২.৩০ নাগাদ পুলিশের কাছে আত্মসমর্থন করে মনসারেট।
পুলিশের কাছে মেয়েটি জানিয়েছে, ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাকে মনসারেটের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র।
মনসারেটকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এর আগে গোয়া চিলড্রেন কোর্টে পেশ করা হয়েছিল তাকে।
এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে গোয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার দাবি, এটা একটা ষড়যন্ত্র। কিছুদিন আগে ওই মেয়েটির অভিভাবকরা তার কাছে গিয়ে চাকরির আবেদন জানায়। দোকানে মেয়েটি চাকরিও পায়। কিন্তু, তারপর মেয়েটি দোকানের ক্যাশ কাউন্টার থেকে টাকা সরালে মনসারেট তাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছিল। সেইকারণেই তাকে ফাঁসানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement