এক্সপ্লোর
Advertisement
আর্চবিশপের চিঠিকে 'ফতোয়া' বললেন, রাষ্ট্রভক্তিই সব ধর্মের মানুষের সেবায় আমাদের অনুপ্ররণা, পাল্টা মোদী
আমদাবাদ: গাঁধীনগরের আর্চডায়োসিসের আর্চবিশপ টমাস ম্যাকওয়ান খ্রিস্টানদের দেশকে 'জাতীয়তাবাদী শক্তির' হাত থেকে বাঁচাতে প্রার্থনা করতে বলায় রীতিমতো ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসে ম্যাকওয়ান এ ব্যাপারে যে চিঠি লিখেছেন, তার প্রতি ইঙ্গিত করে মোদী বলেছেন, একজন ধর্মীয় নেতা জাতীয়তাবাদীদের উত্খাত করার ডাক দিয়ে ফতোয়া ঘোষণা করছেন। আমি হতবাক। রাষ্ট্রভক্তি অর্থাত্ জাতীয়তাবাদই দুনিয়ার যে কোনও প্রান্তে প্রত্যেক ভারতীয়কে সহায়তার হাত বাড়িয়ে দিতে উদ্ধুদ্ধ করে আমাদের।
ম্যাকওয়ান চিঠিতে এও লেখেন, সংখ্যালঘুদের মধ্যে 'ভীতি, শঙ্কা'র পরিবেশ ক্রমশ বাড়তে থাকায় দেশের গণতান্ত্রিক কাঠামোও 'বিপন্ন' হতে বসেছে।
কিন্তু মোদীর দাবি, তাঁর সরকার ধর্মীয় পরিচয় না দেখে ভিন্ন ধর্মের সব মানুষকে রক্ষা করেছে, বিপদ থেকে বাঁচিয়েছে। বিশ্বের নানা সংঘাতের ক্ষেত্র থেকে আটকে পড়া খ্রিস্টান ধর্মযাজক, সেবিকাদের দেশে ফিরিয়ে এনেছে তাঁর সরকার, এমন একাধিক নজির দেখান তিনি। বলেন, ভারতীয়রা ছাড়াও আমরা ইয়েমেনে লড়াই, সংঘর্ষে আটকে পড়া প্রায় ৪০টি দেশের নাগরিকদেরও উদ্ধার করেছি। আমরা দেখিনি তাঁরা কোন ধর্মের মানুষ, কী ভাষায় কথা বলেন। এটাই জাতীয়তাবাদ, মানবিকতার মূল্যবোধই যা আমাদের উদ্ধুদ্ধ করেছে। মোদী বলেন, তিনি জাতীয়তাবাদের প্রসঙ্গ তুলছেন কেননা কিছু মানুষ তাকে চ্যালেঞ্জ করেছেন। কেরল থেকে আমাদের নার্সরা সন্ত্রাসবাদীদের কবলে পড়েছিলেন। এঁদের বেশিরভাগই খ্রিস্টান। আমাদের মেয়েরা যখন সন্ত্রাসবাদীদের হাতে বন্দি, তখন প্রধানমন্ত্রী বা ভারতের কোনও নাগরিক কি শান্তিতে থাকতে পারেন?
এই প্রেক্ষাপটেই শ্রী স্বামীনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রতিষ্ঠানমের ক্যাম্পাসে হাসপাতালের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এক সভায় বলেন, কিছু লোক এই মূল্যবোধের বিরোধিতা করছেন, এটা আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement