এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
রাষ্ট্রপতি ভবনের ‘বাসিন্দা’ হচ্ছেন অমিতাভ ঘোষ
নয়াদিল্লি: দিন পাঁচেকের জন্য রাষ্ট্রপতি ভবনের ‘বাসিন্দা’ হতে চলেছেন প্রখ্যাত সাহিত্যিক অমিতাভ ঘোষ। আগামী ১০ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ‘রাইটার ইন-রেসিডেন্স’ হিসেবে রাষ্ট্রপতির বাসভবনে থাকবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী ডেবোরা বেকার।
বহু পুরস্কার রয়েছে অমিতাভ ঘোষের ঝুলিতে। তাঁর উল্লেখযোগ্য কিছু বই- ‘দ্য সারকেল অফ রিসন’, ‘দ্য শ্যাডো লাইনস্’, ‘ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড’, ‘দ্য ক্যালকাটা ক্রোমোজোম’, ‘দ্য গ্লাস প্যালেস’, ‘রিভার অফ স্মোক অ্যান্ড ফ্লাড অফ ফায়ার’ প্রভৃতি। ১২ জুলাই দিল্লিতে মুক্তি পাবে তাঁর সাম্প্রতিকতম বই ‘দ্য গ্রেট ডেরাঞ্জমেন্ট: ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আনথিঙ্কেবল্’।
উল্লেখ্য ২০১৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ‘ইন-রেসিডেন্স’ প্রোগ্র্যাম প্রথম চালু হয়। বিখ্যাত শিল্পী, লেখক, সাহিত্যিকদের রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হওয়ার বিশেষ সম্মান জানানো হয়। রাষ্ট্রপতি ভবনের পরিবেশে তাঁরা যাতে সৃজনশীল চিন্তা-ভাবনা করতে পারেন, শিল্পী মন যাতে নতুন করে ভাবতে পারে, সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত হতে পারে-সেই লক্ষ্যেই এই উদ্যোগ। শুধু প্রথিতযশা শিল্পী-সাহিত্যিকরাই নন, দেশের বিভিন্ন প্রান্তের নবীন প্রতিভাদেরও এই সম্মানে সম্মানিত করা হয়।
প্রথম এই সম্মান প্রদান করা হয়েছিল শিল্পী যোগেন চৌধুরীকে। এছাড়াও এই সুযোগ পেয়েছেন ভাস্কর সুবোধ গুপ্ত, শিল্পী পরেশ মাইতি। এখনও পর্যন্ত দেশের ১৪০ জন ‘ইন রেসিডেন্স’ প্রোগ্র্যামে স্থান পেয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement