এক্সপ্লোর
বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগ রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে

মুম্বই: অতীত দিনের বলিউড অভিনেত্রী রতি অগ্নিহোত্রী ও তাঁর স্বামী অনিল বিরওয়ানির বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদ্যত্ চুরির অভিযোগে মামলা দায়ের করা হল। পুলিস সূত্রে এ কথা জানা গেছে। ওরলির নেহরু প্ল্যানেটোরিয়ামের কাছে রতি ও তাঁর স্বামীর সমুদ্রমুখী বাড়ি রয়েছে। পুলিশ জানিয়েছি, ওই বাড়ির বিদ্যুতের মিটারে 'এক দুজে কে লিয়ে'- র অভিনেত্রী রতি ও তাঁর স্বামী কারচুপি করেছেন বলে অভিযোগ। বৃহন্মুম্বই বিদ্যুত্ সরবরাহ ও পরিবহণ (বেস্ট) সংস্থার নজরদারি দল রতিদের বাড়িতে গিয়েছিল। তাদের পর্যবেক্ষণেই মিটারে কারচুপির বিষয়টি ধরা পড়েছে। এক ইঞ্জিনিয়ারের অভিযোগ,মিটারে কারচুপির করে ২০১৩-র ৪ এপ্রিল থেকে ১,৭৭,৬৪৭ ইউনিট বিদ্যুতের দাম বিরওয়ানি দেননি। এরপর ভারতীয় বিদ্যুত্ আইনের ১৩৫ ধারায় ওরলি থানায় রতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৪৮.৯৬ লক্ষ টাকার বিদ্যত্ চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ইলেকট্রিসিটি ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















