এক্সপ্লোর
Advertisement
আজ থেকে রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু অফিস থেকে বদলানো যাবে ২০০৫-এর আগের নোট
নয়াদিল্লি: ২০০৫-র পূর্বেকার নোট আজ থেকে বদলানো যাবে রিজার্ভ ব্যাঙ্কের নির্দিষ্ট কয়েকটি অফিসে। এ ধরনের নোট যাতে আর বাজারে না চলে সেজন্য সেগুলি বদলে নেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। উল্লেখ্য, ২০০৫-এর আগে ছাপা নোটগুলি নিরাপত্তা সংক্রান্ত কারণে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। কেননা, জাল নোটের উপদ্রব ঠেকাতে নতুন নোটগুলিতে যে ফিচারগুলি রাখা হয়েছে, ২০০৫-র আগে ছাপা নোটে সেগুলি নেই।
রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা, আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভূবনেশ্বর,চন্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পটনা, তিরুবনন্তপুরম এবং কোচি অফিসে নোট বদলের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক ২০১৬-র ৩০ জুন ২০০৫-র পূর্বেকার নোট বদলের শেষদিন ধার্য করেছিল। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু শাখা ও ইস্যু অফিসে এ ধরনের নোট বদলানো যাবে বলে জানানো হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০০৫-এর পূর্বেকার বেশিরভাগ নোটই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। বাকি নোটগুলি বদলানোর জন্য নির্দিষ্ট কয়েকটি অফিসের নাম জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement