শীঘ্রই বাজারে আসছে নতুন ১ টাকার নোট

নয়াদিল্লি: খুব শীঘ্রই আসছে নতুন এক টাকার নোট। ইতিমধ্যেই ছাপা হয়ে গিয়েছে নতুন ওই নোট। বাজারে আলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একইসঙ্গে পুরানো এক টাকার নোটও চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাত্, পুরানো এক টাকার নোট অবৈধ বলে গন্য হবে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সবুজ-গোলাপি রঙের মিশ্রণে তৈরি নতুন আয়তকার নোটের দৈর্ঘ হবে ৯ দশমিক ৭ সেন্টিমিটার, প্রস্থে ৬ দশমিক ৩ সেন্টিমিটার। প্রতি বর্গমিটারের ওজন ৯০ গ্রাম বা ৯০ জিএসএম, এমন বিশেষ ধরণের কাগজে তৈরি হবে ওই নোট। নোটের ঘনত্ব ১১০ মাইক্রন। নোটের একপাশে খোপের মধ্যে অশোক স্তম্ভের জলছাপ থাকবে। তবে ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে না। নোটের মাঝে থাকবে ইংরেজিতে 1 অঙ্কের জলছাপ। নোটের ডানদিকে গোপন জায়গায় হিন্দিকে লেখা থাকবে ভারত। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, ২০১১ সালের ভারতীয় মুদ্রা আইনে স্বীকৃত এই নোট। সামনের দিকে Government of India লেখার ওপর হিন্দিতে লেখা থাকবে ভারত সরকার। নোটের নম্বরের পাশে ইনসেট লেটার থাকবে L। নম্বর ছাপা হবে কালো কালিতে, বাঁ দিক থেকে ডানদিকে ক্রমশ বড় আকারে। কিন্তু তার আগের ইংরেজি অক্ষরগুলি হবে একই আকারের। নোটের উল্টোদিকেও Government of India লেখার ওপর হিন্দিতে লেখা থাকবে ভারত সরকার। সাল লেখা থাকরে ২০১৭।
উল্লেখ্য, এক টাকার নোট ছাড়ে ভারত সরকার। এই নোটে কেন্দ্রীয় অর্থ সচিবের হস্তাক্ষর থাকে। ফলে, নতুন এক টাকার নোটে বর্তমান অর্থসচিব শক্তিকান্ত মিশ্রর স্বাক্ষর থাকবে। বাকি সমস্ত নোটই জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। ওই নোটগুলিতে থাকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর। নয়ের-এর দশকে দেশে এক টাকার নোট ছাপা বন্ধ হয়ে যায়। এর বদলে চালু করা হয় কয়েন। দীর্ঘ দিন পর আবার বাজারে আসছে এক টাকার নোট।






















