এক্সপ্লোর
Advertisement
জাতীয় সড়কে পুরনো নোটের ব্যবহার বন্ধ, বসানো হল সোয়াইপ মেশিন
নয়াদিল্লি: নোট বাতিলের পর কেন্দ্র থেকে পুরনো নোট লেনদেনের জন্যে যে জায়গায়গুলোয় ছাড় দিয়েছিল, তারমধ্যে অন্যতম ছিল জাতীয় সড়কের টোল প্লাজাগুলো। কিন্তু সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্র থেকে জানানো হয়, টোল প্লাজাগুলোয় ২ ডিসেম্বরের পর আর পুরনো ৫০০ ও হাজারের নোট ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্তে মহা বিপদে পড়েন নিত্যযাত্রীরা। তবে তাঁদের চিন্তা কিছুটা কমাতে এবার সোয়াইপ মেশিন বসানো হল জাতীয় সড়কগুলোয়।
প্রসঙ্গত, যাঁদের নগদ দিতে অসুবিধা আছে টোল প্লাজায়, তাঁদের জন্যে বিশেষ সোয়াইপ মেশিন রাখা হয়েছে টোল প্লাজাগুলো।
সূত্রের খবর, এনএইচ টু যে রাস্তা বারাণসীর সঙ্গে গুজরাতের যোগাযোগ স্থাপন করে, এবং কলকাতা ও দিল্লির মধ্যে যোগাযোগ তৈরি করে, সেখানে টাকা নেওয়ার জন্যে এই নয়া ব্যবস্থা করা হয়েছে। নিত্যযাত্রীরা পেটিম এবং সোয়াইপ মেশিনের সাহায্যে টাকা দিতে পারবে।
এছাড়াও জানা গিয়েছে, টোল প্লাজায় কারও যদি দুশো টাকার টোকেন লাগে, তাহলে তিনি পুরনো পাঁচশোর নোটও দিতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement