এক্সপ্লোর
প্রয়াত বিশিষ্ট শিল্পী কে জি সুব্রমনিয়ন

ভদোদরা ও নয়াদিল্লি: প্রয়াত বিশিষ্ট শিল্পী কে জি সুব্রমনিয়ন। বিরানব্বই বছর বয়সে গুজরাতের ভদোদরায় বুধবার মৃত্যু হল এই শিল্পীর। ১৯২৪ সালে কেরলে জন্ম কে জি সুব্রমনিয়নের। পড়াশোনা তত্কালীন মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে। চিত্রকলা নিয়ে উচ্চশিক্ষা লাভ ভডোদরা বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় থেকেই জড়িয়ে পড়েন স্বদেশী আন্দোলনে। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন কে জি সুব্রমনিয়ন। ছাড়া পাওয়ার পর শান্তিনিকেতনে আসেন তিনি। ১৯৪৪ সালে শান্তিনিকেতনের কলাভবনে শুরু হয় শিল্পশিক্ষা। গুরু হিসেবে পেয়েছিলেন নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজকে। ১৯৮০ সাল থেকে কলাভবনে শিক্ষকের দায়িত্ব সামলেছেন। ভারতীয় লোক সংস্কৃতির সঙ্গে আধুনিকতাকে মিশিয়েছিলেন কে জি সুব্রমনিয়ন। তাঁর শিল্পকলা প্রশংসিত হয়েছে, পৃথিবীর নানা প্রান্তে। কে জি সুব্রমনিয়ন সম্মানিত হয়েছেন অসংখ্য সম্মানে। ১৯৭৫ সালে পান পদ্মশ্রী, ২০০৬ সালে পদ্মভূষণ এবং ২০১২ সালে পান পদ্ম বিভূষণ। শিল্পরী প্রয়াণে শিল্প জগতে শোকের ছায়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















