প্রজাতন্ত্র দিবসে অতিথি ব্রাজিল রাষ্ট্রপতি জাইর বোলসোনারো, কুচকাওয়াজে এবারের আকর্ষণ কী?
এবারের কুচকাওয়াজে অংশ নেবে তিন ‘পরম বীর চক্র’ এবং চার ‘অশোক চক্র’ জয়ী।
নয়াদিল্লি: রবিবার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে ঐতিহ্য মেনেই অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। উপস্থিত থাকবেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। প্রতিবারের মতো এবারও ২৬ জানুয়ারি কুচকাওয়াজ করবে ভারতীয় সেনার তিন বাহিনী। বিজয় চক থেকে রেড ফোর্ট পর্যন্ত এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সূত্রের খবর অনুযায়ী এবারের কুচকাওয়াজে অংশ নেবেন তিন ‘পরম বীর চক্র’ এবং চার ‘অশোক চক্র’ জয়ী।
কুচকাওয়াজ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। তারপরেই সকাল ১০টা নাগাদ জাতিকে কুর্ণিশ জানিয়ে শুরু হবে কুচকাওয়াজ। এই অনুষ্ঠান চলবে ৯০ মিনিট।
রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে সমরাস্ত্র সহযোগী হেলিকপ্টার রুদ্র সহ নানা অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মহড়া চলবে আকাশপথে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সেনাবাহিনীর পাহাড়ি অশ্বারোহি সেনার মহড়াও। এছাড়াও কুচকাওয়াজে অংশ নেবে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশ, এনসিসি, এনএএস এবং থার্টিন মিলিটারি ব্যান্ড। আকাশপথে মহড়া চলবে বায়ুসেনার যুদ্ধবিমানেরও।