এক্সপ্লোর
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’: প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য চেয়েছিলেন ঋষি কপূর?
![‘অ্যায় দিল হ্যায় মুশকিল’: প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য চেয়েছিলেন ঋষি কপূর? Rishi Kapoor Sought Pmos Aid For Ranbir Kapoors Ae Dil Hai Mushkil ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’: প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য চেয়েছিলেন ঋষি কপূর?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/24134614/rishi-ranbir.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছেন ছেলে রণবীর কপূর। সেই জন্যই কি ছবিটির মুক্তি পাওয়া বা চলার ক্ষেত্রে যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য চেয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কপূর? দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে তাঁর বৈঠক এই জল্পনাই উস্কে দিয়েছে।
কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে জিতেন্দ্রর সঙ্গে দেখা করেন ঋষি। সূত্রের খবর, ঋষি বলেছিলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই দেশপ্রেমিক। ছবি শুরু হওয়ার আগে পর্দায় উরি হামলায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভবিষ্যতে পাক অভিনেতাদের সঙ্গে কাজ না করার অঙ্গীকার করে বার্তা দেওয়া হবে।
ঋষির সঙ্গে তাঁর বৈঠকের কথা স্বীকার করে নিয়ে জিতেন্দ্র বলেছেন, ‘ঋষি কপূর কোনও পক্ষের হয়ে কথা বলতে আসেননি। তিনি বলিউডের প্রবীণ সদস্য হিসেবে নিজের মতামত প্রকাশ করেছেন। তাঁর ছেলে এই ছবিতে থাকায় তিনি উদ্বিগ্ন। তিনি বলেছেন, পাকিস্তানি অভিনেতাদের বিষয়ে স্পষ্ট নীতি নেওয়া উচিত।’
ঋষির দৌত্য হোক বা অন্য কোনও কারণে, ছবিটি মুক্তি পাওয়ার আগে বিতর্ক মিটে গিয়েছে। সরকার ছবি মুক্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে। ২৮ তারিখ মুক্তি পাওয়ার কথা ছবিটির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)