রোটোম্যাক জালিয়াতি: ৩৭০০ কোটি টাকা সাট্টায় উড়িয়ে দিয়েছেন বিক্রম কোঠারি, দাবি সিবিআইয়ের
নয়াদিল্লি: ব্যাঙ্ক প্রতারণার প্রায় ৩,৭০০ কোটি টাকা সাট্টায় উড়িয়েছেন রোটোম্যাক কর্নধার বিক্রম কোঠারি। পেন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। তাঁদের দাবি, রোটোম্যাক কর্ণধারের জীবনযাপন ছিল বিলাসব্যসনে ভরপুর। তাঁর পার্টিতে হামেশাই দেখা যেত সেলিব্রিটিদের। তবে এর পাশাপাশি বিক্রমের আরও একটি নেশা ছিল। তা হল, ডলার ট্রেডিং এবং সাট্টা। আর এই নেশাই বিক্রমের বিপদ ডেকে আনে বলে অভিযোগ। ২০০০ সালে বাবার সম্পত্তি বিক্রম কোঠারি ও তাঁর ভাইয়ের মধ্যে ভাগ হয়। সেই অনুযায়ী, বিক্রমের হাতে আসে রোটোম্যাক ও ইয়েস মিনারেল ওয়াটার। এছাড়া বাবার সম্পত্তির বড় অংশ এবং বিপুল পরিমাণে নগদ টাকাও পান বিক্রম কোঠারি। কিন্তু, সেই টাকা তিনি ডলার ট্রেডিং এবং সাট্টায় হাতের ময়লার মতো উড়িয়ে দেন। সিবিআই সূত্রে দাবি, এই ধাক্কা সামলাতেই প্রতারণার আশ্রয় নেন রোটোম্যাক সংস্থার কর্ণধার। সম্পত্তির ভুয়ো দাম দেখিয়ে তিনি সাতটি ব্যাঙ্ক থেকে ঋণ নেন। সেই টাকা তিনি লগ্নি করেন রিয়েল এস্টেটের ব্যবসায়। শুরুতে কানপুর শহরের একটি প্রকল্পে তিনি টাকা লাগান। কিন্তু, ডলার ট্রেডিংয়ে লোকসানের পর তিনি এই প্রকল্পে নিজের শেয়ার বেচে দেন। এখন সিবিআই সূত্রে দাবি, বিক্রম বারবারই দাবি করছেন, সুদ ও আসল মিলিয়ে ব্যাঙ্কের প্রাপ্য ৩ হাজার ৬৯৫ কোটি টাকা তিনি মিটিয়ে দেবেন। কিন্তু, সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালান্স একত্রিত করেও এত টাকা আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দিহান গোয়েন্দারা।