এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসে ভোট দিলে বন্ধ করে দেব সরকারি প্রকল্পের সুবিধে, ভোটারদের হুমকি দিলেন মধ্য প্রদেশের এই মন্ত্রী
কোলারাস: ভিভিআইপি দিদির পাদপ্রদীপের তলাতেই থাকেন তিনি, খুব বেশি শোনা যায় না তাঁর নাম। কিন্তু এবার বিতর্কের শিরোনামে উঠে এলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বোন যশোধরা রাজে সিন্ধিয়া। মধ্য প্রদেশের এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোটারদের হুমকি দিয়েছেন, কংগ্রেসে ভোট দিলে সরকার প্রকল্পের সুবিধে নেওয়া বন্ধ করে দেবেন তিনি।
যশোধরা শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভার ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। মধ্য প্রদেশের কোলারাসের শিবপুরী জেলায় বিজেপির হয়ে ভোট প্রচারে যান তিনি। স্থানীয় কংগ্রেস জনপ্রতিনিধির মৃত্যুর জেরে এখানে উপনির্বাচন হচ্ছে। তাঁকে বলতে শোনা যায়, যদি তোমরা পদ্মে না দিয়ে হাতে ভোট দাও, তবে সরকারি প্রকল্পের সুবিধে আর পাবে না।
তিনি আরও বলেন, বিজেপিকে ভোট না দিলে পিছিয়েই থাকবেন ভোটাররা। তাঁর প্রশ্ন, উজ্জ্বলা যোজনায় বাড়ি বাড়ি সস্তায় গ্যাস সংযোগ আসেনি কেন? কারণ তা বিজেপির প্রকল্প। যদি কংগ্রেসে ভোট দাও, কোনও সুবিধে পাবে না, সোজা কথা।
শিবরাজ ও তাঁর যশোধরার বিরুদ্ধে ভোটারদের হুমকিদানের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। যদিও বিজেপির দাবি, ভাইপো জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে তারা যেভাবে পিসি যশোধরাকে তুলে এনেছে তা দেখে আতঙ্কিত কংগ্রেস। তাই তাঁর মন্তব্য বিকৃত করছে তারা। তাদের দাবি, যশোধরা শুধু বলতে চেয়েছিলেন, একদলীয় শাসন থাকলে সরকারি প্রকল্পের হাতে গরম সুবিধে মেলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement