এক্সপ্লোর
Advertisement
দুষ্কৃতীদের গুলিতে জখম পঞ্জাবের আরএসএস নেতা সঙ্কটে, বিশেষজ্ঞ ডাক্তার-দল পাঠাচ্ছে কেন্দ্র
জলন্ধর: অজ্ঞাতপরিচয় বাইক-আরোহী দুষ্কৃতীদের গুলিতে জখম পঞ্জাবের শীর্ষ আরএসএস নেতা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) জগদীশ গগনেজা সঙ্কটে। তাঁর চিকিত্সার ব্যাপারে কেন্দ্র বিশেষজ্ঞ ডাক্তারদের দল পাঠাচ্ছে বলে খবর। গতকাল সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন গগনেজা। তখনই জ্যোতি চক এলাকায় তাঁদের ওপর হামলা হয়। মারাত্মক জখম হন গগনেজা। স্থানীয় বিজেপি নেতা তথা বিধায়ক মনোরঞ্জন কালিয়া জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে ডাক্তাররা অস্ত্রোপচার করে গগনেজার তলপেট থেকে দুটি বুলেট বের করেছেন। তবে আরও একটি বুলেট লিভারের আশপাশে ঢুকে রয়েছে।
তিনি এও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল রাতেই লুধিয়ানার ডিএমসি থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল চলে আসে। তাঁদের তদারকিতেই অপারেশন হয়। কালিয়া বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে কথা বলেছি। গগনেজার যাতে আরও ভাল চিকিত্সা হয়, সেজন্য ক্রিটিকাল কেয়ার টিম পাঠাতে তাঁকে অনুরোধ করেছি। নাড্ডা চন্ডীগড়ের পিজিআইয়ের ডিরেক্টর ডাঃ যোগেশ চাওলা ও তাঁর টিমকে আসার নির্দেশ দিয়েছেন। আজই দলটি আসছে।
এদিকে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের মোটরসাইকেলের নম্বর চিহ্নিত করেছে। জলন্ধরের পুলিশ কমিশনার অর্পিত শুক্লা বলেছেন, ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুজন আরোহী ছিল বাইকে। বয়স বছর কুড়ির কোঠায়। দুজনেরই মুখ রুমালে ঢাকা ছিল। মাথায় ছিল কালো-হলুদ পাগড়ি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement