এক্সপ্লোর
ভারতীয় হয়েও এখনকার মেয়েরা শাড়ি পরতে জানেন না, লজ্জা, সব্যসাচীর মন্তব্যে বিতর্ক

মুম্বই: ভারতীয় মহিলাদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করে বিতর্কে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। টুইটারে পেলেন কড়া জবাব। ভারতীয় মহিলারা, বিশেষ করে নতুন প্রজন্ম শাড়ি পরতে জানেন না। তাঁদের বেশি পছন্দ পশ্চিমী পোশাক। গত শনিবার এমনই মন্তব্য করেন সব্যসাচী। একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনি যদি বলেন যে আপনি শাড়ি পরতে জানেন না, তাহলে আমি বলব, আপনাকে ধিক। এটা আপনার সংস্কৃতি। মানা উচিত। https://twitter.com/iPriyankaBhatt/status/962950074757246976 তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ নেটিজেনরা বলিউডের এই খ্যাতনামা ডিজাইনারকে একহাত নেন। একজন বলেন, ভীষণই নিচ মন্তব্য। এই কারণে নয় যে, আপনার শাড়ি কেনার ক্ষমতা নেই। আমি শাড়ি পরতেই পারি না। https://twitter.com/tarinee467/status/962935151423614976 আরেকজন লেখেন, লজ্জা হওয়া উচিত। সংস্কৃতির নামে আরেকজন পুরুষ চলে এলেন মহিলাদের নিচু দেখাতে। মহিলাদের শাড়ি পরতে পারাটাই এখন সবকিছু হল? অন্য একজন লেখেন, ঠিক যেমন কম্পাসের কাঁটা উত্তরের দিক নির্দেশ দেয়, ঠিক তেমনই একজন পুরুষের অভিযোগের আঙুল মহিলাদের দিকে উঠেই যায়। কৌতুকশিল্পী তন্ময় ভট্ট কটাক্ষ করে বলেন, আরে ভাই বোঝো, তোমার ৮০ হাজারি শাড়ি খুব কম মহিলার কেনার ক্ষমতা রয়েছে। তাই শাড়ি পরাটা কমে যাচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















