এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের সম্ভলে বকরি ইদে গরু, মোষ জবাই করলে প্রযোজ্য হবে গ্যাংস্টার আইন
লখনউ: বকরি ইদে যারা গরু, মোষ, ষাঁড় আর উট জবাই দেবে, তাদের ওপর প্রযোজ্য হবে গ্যাংস্টার আইন। উত্তরপ্রদেশের সম্ভলে এই নির্দেশ কঠোরভাবে মানা হবে বলে জানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ থেকে শুরু হয়েছে বকরি ইদ। চলবে ৪ তারিখ পর্যন্ত। সম্ভলের এসডিএম রশিদ খান জানিয়েছেন, সম্ভলের সব থানাকে তিনি নির্দেশ দিয়েছেন, এই তিনদিনে কোনও গরু, মোষ, ষাঁড় বা উট জবাই করা চলবে না। যদি কেউ এই কাজ করে তবে তখনই গ্যাংস্টার আইনে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই আইনে সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই তিনদিন পুলিশ কর্মীরা যেন নিজের নিজের এলাকায় টহলদারি করেন, দেখেন, নির্দেশমত কাজ হচ্ছে কিনা। কেউ নির্দেশ ভাঙলে তখনই তাকে গ্রেফতার করতে হবে।
গ্যাংস্টার আইনে কাউকে গ্রেফতার করা হলে সেই ব্যক্তি পুলিশ রেকর্ডে কোনও দুষ্কৃতী দলের অংশ হয়ে যায়, সমন জারি হলেই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হয় তাকে, যাতে পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখতে পারে। পুলিশ তাকে ৬০ দিন পর্যন্ত নিজেদের হেফাজতে রাখতে পারে, যেখানে সাধারণ নিয়মে এই হেফাজত ১৪ দিনের বেশি নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
খবর
Advertisement