কংগ্রেসের অনশন ধর্না: মঞ্চ থেকে দূরে রাখা হল টাইটলার, সজ্জনদের

নয়াদিল্লি: জাতি-বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দিল্লি কংগ্রেসের দিনব্যাপী অনশনের মঞ্চে ঠাঁই হল না ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় অভিযুক্ত জগদীশ টাইটলার ও সজ্জন কুমারের।
কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান, দুজনকে বলা হয় মূল মঞ্চ থেকে দূরে থাকতে। তিনি জানান, দুজনরে দূরে থাকতে বলা হয়। এরপরই, সজ্জন সেখান থেকে চলে যান।
যদিও, সরকারিভাবে এই নিয়ে মুখ খুলতে চায়নি দল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, এমন কিছুই হয়নি। তাঁর দাবি, বিজেপি এই ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছে।
আরেক নেতা জানান, মঞ্চটি এআইসিসি সদস্য, দিল্লি মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সাংসদদের জন্য সংরক্ষিত ছিল। অন্যান্য নেতারা রাজঘাটের সামনে বিছানো ম্যাটের ওপর বসেছিলেন।
এপ্রসঙ্গে টাইটলার জানান, তাঁকে কেউ মঞ্চ থেকে দূরে থাকতে বলেননি। না তাঁকে চলে যেতে বলা হয়েছে।






















