এক্সপ্লোর
Advertisement
ভারতে আসছে স্যামসাঙ গ্যালাক্সি এস নাইন, এস নাইন প্লাস, এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
নয়াদিল্লি: আজই ভারতের বাজারে পা রাখছে স্যামসাঙ গ্যালাক্সি নাইন এবং স্যামসাঙ গ্যালাক্সি নাইন প্লাস। বার্সিলোনায় সদ্য সমাপ্ত হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোন প্রদর্শিত হয়েছে। আজ নয়াদিল্লিতে সাড়ে বারোটার সময় অনলাইনে এই ফোন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হবে গ্রাহককে।
সূত্রের খবর, আজকের ওই অনুষ্ঠানেই ফোনটির দাম এবং ভারতের বাজারে কবে থেকে পাওয়া যাবে, সেই সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, ফোনটির দাম ৬২ হাজার ৫০০ থেকে ৭০ হাজারের মধ্যে হবে।
যদিও স্যামসাঙ গ্যালাক্সি এস এইট-এর থেকে গ্যালাক্সি এস নাইন সিরিজের সামান্যই কিছু পরিবর্তন হয়েছে, তবে এই ফোনের ক্যামেরা অসাধারণ। বিশ্বের শ্রেষ্ঠ ক্যামেরা রেটিং সংস্থা ডিএক্সওমার্কও এই ফোনের ক্যামেরাকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছে।
প্রসঙ্গত, মোবাইলের বাজারে স্যামসাঙ গ্যালাক্সি এস নাইন এবং এস নাইন প্লাস দুটো অ্যান্ড্রোয়েড ফোনই অ্যাপেল আইফোন এক্সকে কড়া টক্কর দেবে।
মনে করা হচ্ছে ১৬ মার্চ থেকে বাজারে চলে আসবে এই ফোন, পাওয়া যাবে সমস্ত স্যামসাঙের স্টোরে। তবে গ্রাহকরা এখন থেকে মাত্র দু হাজার টাকা দিয়ে নিজেদের পছন্দের ফোনটি বুক করতে পারেন। এই টাকাটা ফাইনাল পার্চেসের সময় অ্যাডজাস্ট করে নেওয়া হবে। ৬৪ জিবি এস নাইন-এর দাম ৬২ হাজার ৫০০, ২৫৬ জিবির দাম ৭১ হাজার। এস নাইন প্লাসের ৬৪ জিবির দাম ৭০ হাজার, হাই-এন্ড ২৫৬ জিবির দাম ৭৯০০০। এই ফোনগুলো পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, টিটেনিয়াম, গ্রে, কোরাল ব্লু এবং লিল্যাক পার্পেল রঙে।
স্যামসাঙ গ্যালাক্সি এস নাইন এবং এস নাইন প্লাসের কয়েকটি বিশেষত্ব জেনে নেব একনজরে
মডেল গ্যালাক্সি এস নাইন, এস নাইন প্লাস
স্ক্রিন ৫.৮ ইঞ্চি কিউএইচডি+(২৯৬০ x১৪৪০পি)কার্ভড, সুপার অ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে উইথ গোরিলা গ্লাস ৫ শিল্ড
অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯
পিক্সেল ডেনসিটি: ৫৭০পিপিআই(পিক্সেল পার ইঞ্চি)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement