এক্সপ্লোর
পোলট্রি সংক্রান্ত ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকবেন না, সানিয়া মির্জাকে অনুরোধ সিএসই-র

নয়াদিল্লি: পোলট্রি সংক্রান্ত একটি বিজ্ঞাপনের সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জাকে যুক্ত না থাকার অনুরোধ জানাল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই)। এই সংস্থার খাদ্য নিরাপত্তা ও খাদ্যে বিষক্রিয়া সংক্রান্ত বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিত খুরানা জানিয়েছেন, ‘অ্যাডভারটাইজমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) এই বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে। আমরা এর আগে সানিয়া মির্জাকে চিঠি লিখে পোলট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও সংশ্লিষ্ট বিজ্ঞাপনে কুৎসা রটানোর বিষয়ে জানিয়েছিলাম। দায়িত্ববান রোলমডেল হিসেবে তাঁকে প্রকাশ্যে ওই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। ফের তাঁকে একই অনুরোধ জানাচ্ছি।’ যে বিজ্ঞাপন নিয়ে এত বিতর্ক, অল ইন্ডিয়া পোলট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে আজকের মধ্যে সেটি সংশোধন করা বা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এএসসিআই। আরও বলা হয়েছে, ২০১৪ সালে চিকেনে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি নিয়ে গবেষণা করে যে রিপোর্ট দিয়েছিল সিএসই, সেটির অপব্যাখ্যা ও অপব্যবহার করা হয়েছে ওই বিজ্ঞাপনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















