এক্সপ্লোর
জয়ললিতার দলের নেতৃত্বে প্রায় নিশ্চিত শশীকলা

চেন্নাই: এআইএডিএমকে-র জেনারেল সেক্রেটারি হতে চলেছেন জয়ললিতার বহুদিনের সঙ্গী শশীকলা। দলের সিনিয়র নেতা এবং মন্ত্রীদের সমর্থনেই এই পদে বসতে চলেছেন জয়া আম্মার সর্বক্ষণের সঙ্গী শশীকলা। দলের নেতৃত্বে তিনিই থাকবেন, তা একপ্রকার চূড়ান্ত বলে সূত্রের খবর।
লোকসভার ডেপুটি স্পিকার থামবিদুরাই জানিয়েছেন, আম্মার পর সেই জায়গা নিতে পারেন একমাত্র চিন্নাম্মা(দলীয় সদস্যদের কাছে শশীকলা এই নামেই পরিচিত)। তিনি বলেন, জয়া আম্মার পর তাঁর নামই উঠে আসছে ওই জায়গায়। তাঁকে পার্টির জেনারেল সেক্রেটারির দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। চিন্নাম্মার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, দলও চায়, নেতৃত্বে আসুন শশীকলা। এতে সম্মতি রয়েছে দলের সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদদেরও। এক্ষেত্রে আর দ্বিতীয় কারও নাম ভাবছেনই না তাঁরা।
থামবিদুরাই আরও বলেন, এটা মানুষের পার্টি। শশীকলা মানুষের পাল্স বোঝেন। তিনি নিশ্চিত, শশীকলা রাজি হবেন তাঁর এই প্রস্তাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
