এক্সপ্লোর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শশীকলা-ঘনিষ্ঠ পালানিস্বামী

চেন্নাই: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শশীকলা-ঘনিষ্ঠ এডাপাড্ডি কে পালানিস্বামী। বৃহস্পতিবার, রাজভবনে রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও তাঁকে শপথবাক্য পাঠ করান। ও পনীরসেলভমের ইস্তফার পর থেকে তৈরি হওয়া রাজনৈতিক জটিলতার আপাতত অবসান হল। যদিও, ১৫ দিনের মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে।

এদিন ৬৩ বছরের পালানিস্বামী এবং মন্ত্রিসভার ৩১ জবন সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতরের পাশাপাশি অর্থ ও স্বরাষ্ট্র দফতর নিজের হাতে রেখেছেন পালানিস্বামী। এছাড়া পুর্ত, হাইওয়ে এবং ছোট বন্দর দফতরও নিজের হাতেই রেখেছেন তিনি।

গত ৯ মাসে এই নিয়ে তিন এআইএডিএমকে নেতা মুখ্যমন্ত্রী হলেন এই দক্ষিণী রাজ্যে। এর থেকেই স্পষ্ট, জয়ললিতার মৃত্যুর পর থেকে ঠিক কী পরিমাণ রাজনৈতিক অস্থির অবস্থায় ছিল তামিলনাড়ু।  ২০১৬ সালে মে মাসে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরেন 'আম্মা' জয়ললিতা।

গত ডিসেম্বরে মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন মুখ্যমন্ত্রী। জয়ললিতার মৃত্যুর কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে ও পনীরসেলভমের নাম দলের তরফে ঘোষণা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে জয়ললিতার জেলযাত্রার সময়ও মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন জয়া-অনুগামী পনীরসেলভম।

তাই এবারও, তার অন্যথা হয়নি। পরে চলতি মাসে দলের সাধারণ সম্পাদক হিসেবে শশীকলা নিযুক্ত হতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান পনীরসেলভম। কিন্তু, ঠিক দুদিনের মধ্যেই শশীকলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জানান, তাঁকে জোর করে সরানো হয়েছে।

এখান থেকেই শাসক দলের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। পনীরসেলভম এ-ও জানান, মানুষ তাঁকে সমর্থন দিলে তিনি ফের মুখ্যমন্ত্রী হতে আগ্রহী। এর মধ্যেই, গত ৯ তারিখ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠন করার দাবি করেন শশীকলা।

ফের নাটকে নতুন মোড়। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে দোষী সাব্যস্ত হন শশীকলা। তাঁর তার বছরের হাজতবাস হয়। তবে, জেলে যাওয়ার আগে নিজের বিশ্বস্ত অনুগামী পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন।

এর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হন পনীরসেলভম। অভিযোগ করেন, জোর করে বিধায়কদের আটকে রেখেছে শশীকলা-শিবির। রাজ্যপালের সঙ্গে দেখা করে পনীরসেলভম দাবি করেন, বেশ কয়েকজন বিধায়ককে অপহরণ করে জোর করে গোল্ডেন বে রিসর্টে আটকে রাখেন শশীকলা ও তাঁর দলবল। তাঁদের মানসিক সমর্থন পনীরসেলভমের দিকে, তাই রাজ্যপাল তাঁকেই সরকার গড়তে ডাকুন। তবে তার আগে ‘মুক্ত’ করুন রিসর্টে থাকা বিধায়কদের।

অন্যদিকে, পালানিস্বামীও দেখা করে যান রাজ্যপালের সঙ্গে। বলেন, তাঁর সঙ্গে ১২৪ জনের সমর্থন রয়েছে। উল্টোদিকে ও পনীরসেলভম শিবিরের সঙ্গে ছিল খাতায় কলমে ৮ বিধায়কের সমর্থন। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন পালানিস্বামীর দিকে থাকায় পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে রাজ্যপাল আমন্ত্রণ জানান।

এদিকে, পালানিস্বামী শপথ নিতেই, গোল্ডেন বে রিসর্ট থেকে এক এক করে বেরোতে শুরু করেছেন দলীয় বিধায়করা। গত আটদিন ধরে, এখানেই তাঁরা ছিলেন। এখন বকলমে জেল থেকে শশীকলাই রাজপাট চালাবেন কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Advertisement
ABP Premium

ভিডিও

UP News: রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে বেধড়ক মারধর, প্রতিবাদে গণ ইস্তফা ২৫০ চিকিৎসকেরRG Kar News: আন্দোলন চলুক, তবে কর্মবিরতি প্রত্যাহার করা হোক, পরামর্শ সিনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVEHoy Ma Noy Bouma: নতুন সিরিয়ালের সফরের মাঝেই একান্ত আড্ডায় মুখোমুখি হলেন অ্যানমেরি আর সিদ্ধার্থ।Jeet Ganguly: জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Protest: রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
রাজ্য সরকারের পুজো অনুদান অস্বীকার আরও এক পুজো কমিটির
Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই
RG Kar Protest : এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার
'এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়'
Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার
Fake SBI Branch: প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
Fruits: খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
খালি পেটে এই ফলগুলি মোটেই খাওয়া চলবে না, সময় থাকতে সতর্ক হোন
Asteroids Collision: আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
Kangana Ranaut: গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিপাকে কঙ্গনা, 'রাজনীতি ওঁর জন্য নয়', বলছে BJP-ই
Embed widget