এক্সপ্লোর
দলীয় কর্মীর সদ্যোজাত শিশুকন্যার নাম ‘জয়ললিতা’ রাখলেন শশীকলা

চেন্নাই: এআইএডিএমকে কর্মীর সদ্যোজাত শিশুকন্যার নাম সদ্যপ্রয়াত নেত্রীর নামানুসারে ‘জয়ললিতা’ রাখলেন শশীকলা।
এদিন দলীয় কর্মী পেশায় অটোচালক সেন্থিল কুমার ও তাঁর স্ত্রী গায়ত্রী তাঁদের সদ্যোজাত সন্তানের নামকরণ ও আশীর্বাদের জন্য প্রয়াত মুখ্যমন্ত্রীর বাসভবন পোয়েজ গার্ডেনে আসেন।
সেখানেই সদ্যোজাত কন্যার নাম ‘জয়ললিতা’ রাখেন প্রয়াত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী তথা দলের সাধারণ সম্পাদক শশীকলা।
প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর দীর্ঘদিন হাসপাতালে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















