এক্সপ্লোর
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিজেপির জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহার চেয়ে পিটিশন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: বিজেপির জাতীয় দলের স্বীকৃতি প্রত্যাহারের দাবিতে পেশ হওয়া পিটিশন বিবেচনার জন্য গ্রহণ করতে সম্মত হল না সুপ্রিম কোর্ট। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে স্বীকৃতি কেড়ে নেওয়ার আবেদন করে পিটিশন দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন রিডার। কিন্তু তার কোনও সারবত্তা নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খন্নাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। তারা বলেছে, আবেদনকারীর মুখ থেকে তাঁর বক্তব্য শুনে ও সংশ্লিষ্ট আবেদনের নথিপত্র খতিয়ে দেখে সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় পিটিশনটি বিবেচনার জন্য গ্রহণ করার কোনও ভিত্তি খুঁজে পাইনি আমরা। ফলে সেটি খারিজ করা হল।
দেবেন্দ্র কুমার নামে ওই রিডার পিটিশনে বলেছেন, দলের হয়ে বিজ্ঞাপন ও প্রচার চালাতে, নানা ভাবে দলীয় প্রতীকটি ব্যবহারের জন্য জনগণের অর্থ, সরকারি প্রশাসনয্ন্ত্র, সাধারণ জনগণের যাওয়া আসার স্থান বারবার কাজে লাগাচ্ছে বিজেপি।
গত বছরের ৮ জুন ভারতের নির্বাচন কমিশন যে আদেশে তাঁর বিজেপির জাতীয় দলের স্বীকৃতি বাতিলের আবেদন নাকচ করে দেয়, তাকেও চ্যালেঞ্জ করেন দেবেন্দ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement