এক্সপ্লোর
Advertisement
জনতা দরবারে বদলির আবেদন নাকচ, 'অশোভন আচরণে'র জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড মহিলা স্কুল প্রিন্সিপাল, গ্রেফতার
নয়াদিল্লি: জনতা দরবারে তাঁর সামনে অশোভন আচরণের অভিযোগে এক মহিলা স্কুল প্রিন্সিপালকে সাসপেন্ড করতে বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। ঘটনাটি গতকালের।
উত্তরা বহুগুনা নামে উত্তর কাশী জেলার নগাঁওয়ের সরকারি স্কুলের ওই প্রিন্সিপালকে গ্রেফতার করে পুলিশ, পরে ছেড়েও দেয়। ৫৭ বছর বয়সি ওই মহিলা জনতা দরবারে মুখ্যমন্ত্রীকে বলেন, তিনি গত ২৫ বছর ধরে প্রত্যন্ত এলাকার ওই স্কুলে কাজ করছেন। তিনি বদলি চাইছেন। রাওয়াত তাঁর আবেদন খারিজ করে দেন। অভিযোগ, তারপরও উত্তরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্ক করতে থাকেন। এতে ধৈর্য্য হারিয়ে বারবার মাইক্রোফোনে জোরে কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলতে থাকেন, ওনাকে এখনই সাসপেন্ড করুন। পুলিশের হেফাজতে পাঠান।
ঘটনাস্থলে একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, উত্তরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি, বিদ্রূপ করতে করতে জনতা দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এরপরই তাঁকে ফৌজদারি দণ্ডবিধির ১৫১ ধারায় পুলিশ হেফাজতে নেয়।
পরে তিনি সাংবাদিকদের বলেন, কাজ করতে কোনও সমস্যা নেই আমার। কিন্তু ২৫ বছর হল দুর্গম একটা জায়গায় রয়েছি। উত্তরকাশী গ্রামের আগে চিনালিসৌরের এক প্রত্যন্ত এলাকায় ছিলাম। স্বামী আমাদের দুটি বাচ্চাকে মানুষ করতেন। গত বছর আগস্টে তিনি মারা যান। তারপর ওদের দেখাশোনার কেউ নেই। আমারও বয়স হয়েছে। এত দূরে কাজ করার সক্ষমতা নেই।
যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, জনতার দরবার সাধারণের অভাব-অভিযোগ শোনার মঞ্চ। সেখানে বদলির আবেদন পেশ করা উচিত নয়। সরকারি বদলি আইনেই সরকারি কর্মচারীদের যাবতীয় বদলির আবেদন শোনা হবে।
এদিকে বিরোধীরা রাওয়াতকে নিশানা করেছে। কংগ্রেস তাঁর বিরুদ্ধে রূঢ় আচরণের অভিযোগ তুলেছে, বলেছে, ওনার ধৈর্য্য নেই।
উত্তরা পরে বলেন, আমি ভীত নই। কোনও অন্যায়ই করেনি। আমি নিজের অধিকারটুকু চেয়েছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement