এক্সপ্লোর
Advertisement
দূরে পড়তে গিয়ে হতে হচ্ছে শ্লীলতাহানির শিকার, নিজেদের স্কুলেই পড়ানো হোক দ্বাদশ শ্রেণি পর্যন্ত, এই দাবিতে হরিয়ানার স্কুলে স্কুলে আন্দোলনে ছাত্রীরা
জিন্দ (হরিয়ানা): প্রাথমিক ও মাঝারি লেভেলের স্কুলগুলিকে সিনিয়র সেকেন্ডারি স্তরে পর্যবসিত করতে হবে। এই দাবিতে হরিয়ানায় আন্দোলনে নেমেছে স্কুল ছাত্রীরা। তাদের বাবা মায়েরাও যোগ দিয়েছেন এই আন্দোলনে।
জিন্দ এলাকায় ৫০-এর কাছাকাছি ছাত্রী এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে। পালওয়ালে আবার অভিভাবকরা এই দাবিকে স্কুল বাড়িতে আটকে রেখেছেন জনাকয়েক শিক্ষককে।
এখান থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রেওয়ারিতে স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার দাবিতে অনশনে বসে ছাত্রীরা। বিক্ষোভ ছড়িয়ে যায় গুরগাঁওয়েও। ছাত্রীদের বক্তব্য ছিল, কাছাকাছি স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ার সুবিধে না থাকায় তাদের বহু দূরের স্কুলে ভর্তি হতে হচ্ছে। এর ফলে ড্রপআউটের সংখ্যা যেমন বাড়ছে, রাস্তায় শ্লীলতাহানির শিকারও হতে হচ্ছে তাদের।
ছাত্রীদের দাবি, এর আগেও মাধ্যমিক স্তরের স্কুলগুলি উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করতে বারবার আবেদন করেছে তারা। কিন্তু রাজ্য শিক্ষা দফতরের কানে সে কথা পৌঁছয়নি।
জিন্দের কারসোলা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রীরা স্কুলের গেট বন্ধ করে গ্রামবাসীদের নিয়ে বাইরে বসে শুরু করে অবস্থান বিক্ষোভ। অধ্যক্ষ সহ কোনও শিক্ষককে স্কুলে ঢুকতে দেয়নি তারা। গ্রামের পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, স্কুলে আপাতত দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। কিন্তু ৩০০-র মত পড়ুয়া থাকা এই স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনায়াসে পড়ানো যেতে পারে। এ ব্যাপারে সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে কিন্তু কোনও সাড়া মেলেনি।
বিক্ষোভ একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ায় এবার অবশ্য নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। বিক্ষোভস্থলে গিয়ে আন্দোলনরত বাবা মায়েদের তারা আশ্বাস দিয়েছে, তাঁদের দাবি মেটানো হবে। স্কুলে আরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement