এক্সপ্লোর
Advertisement
‘আইএস-যোগে’ ধৃতদের আইনি সহায়তা: ওয়েইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা
হায়দরাবাদ: ইসলামিক স্টেট (আইএস)-এর সন্ত্রাস মডিউলে সামিল হওয়ার অভিযোগে এনআইএ-র হাতে সম্প্রতি গ্রেফতার হওয়া হায়দরাবাদের পাঁচজনকে আইনি সহায়তা দেবেন বলে ঘোষণা করায় দেশদ্রোহিতা মামলা দায়ের হল আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে।
কেন তিনি আইসিস সঙ্গের দায়ে অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছেন, এই প্রশ্ন তুলে হায়দরাবাদের এমপি তথা এআইএমআইএম প্রধানের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেছেন কে করুণা সাগর নামে এক আইনজীবী। অভিযোগনামায় তিনি বলেছেন, ওয়েইসির মন্তব্যে চাঙ্গা হবে দেশবিরোধীরা। সন্ত্রাসবাদীরা অক্সিজেন পাবে। আইসিস ভিডিও বের করে ভারতকে টার্গেট করার হুমকি দিয়েছে। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাদেরই হাত শক্ত করছেন ওয়েইসি। এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
সাগর এও বলেছেন, গ্রেফতার হওয়া লোকজনকে জেরা করে থানা, ধর্মস্থান ও ডানপন্থী লোকজনের ওপর সন্ত্রাসবাদী হামলার ভয়ঙ্কর ছকের কথা জানা গিয়েছে। ষড়যন্ত্র যদিও ব্যর্থ হয়েছে। কিন্তু ওয়েইসি সেই সন্দেহভাজনদের আইনি সহায়তা দেওয়ার কথা বলছেন! তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ) অর্থাত্ রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত ধারায় মামলা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হোক।
এ ব্যাপারে ডিসিপি তফসির ইকবাল বলেছেন, আদালত সারুর নগর পুলিশকে মামলা রুজু করতে বলেছে। সেইমতো ১২৪ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে আদালতে রিপোর্ট দেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement