এক্সপ্লোর
Advertisement
কেরলের মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যায় সাম্প্রদায়িক রং দেওয়ার অভিযোগ, ক্ষমা চেয়ে ট্যুইট মুছে দিলেন সহবাগ
নয়াদিল্লি: কেরলে মানসিক ভারসাম্যহীন যুবককে দোকান থেকে খাবার চুরি করায় গণপিটুনিতে হত্যার ঘটনায় স্তম্ভিত নানা মহল। কেন্দ্র কেরল সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ১৬ জন গ্রেফতার হয়েছে। কেরল সরকার মধু নামে ওই হতদরিদ্র যুবকের মা, বোনকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী 'জংলীদের মতো এক আদিবাসীকে নৃশংস ভাবে মেরে ফেলা'য় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তার মধ্যেই বেসুরো বাজলেন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ, যিনি নানা সামাজিক ইস্যুতেই নিজস্ব স্পষ্ট মতামত জানান সোস্যাল মিডিয়ায়। অভিযোগ উঠেছে, যে মর্মান্তিক গণরোষে পিটিয়ে হত্যায় কোনও বাছবিছার না করে একসুরে নিন্দা, শোক প্রকাশ করা উচিত, সেখানেও ধর্মের প্রশ্ন তুলে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।
আট্টাপাডির বাসিন্দা ৩০ বছরের মধুকে গত বৃহস্পতিবার বিকালে চাল চুরির অভিযোগে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। বমি করে ফেলে সে, হাসপাতালে তাকে নিয়ে পৌঁছনোর আগেই রাস্তায় তার প্রাণ বেরিয়ে যায়। তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
অথচ সহবাগ এজন্য তিন মুসলিমকে দায়ী করে শনিবার ট্যুইট করে বলেন, মধু ১ কেজি চাল চুরি করেছিল। উবেইদ, হুসেন, আবদুল করিমরা দল বেঁধে বেচারা আদিবাসীকে পিটিয়ে মেরে ফেলল। এটা সভ্য সমাজের লজ্জা। এমন ঘটে, তবে তাতে কিছু এসে যায় না, এতে আমি লজ্জা পাই।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হুসেন, মারাক্কার, সামসুদ্দিন, আনিশ, রাধাকৃষ্ণান, আবুবকর, সিদ্দিক, উবেইদ, নাজিব, জইজুমন, আবদুল করিম, সাজিব, সতীশ, হরিশ, বৈজু, মুনীর নামে এতজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সহবাগ বেছে বেছে শুধু বিশেষ একটি ধর্মের লোকদের নাম করায় ট্যুইটারে শোরগোল শুরু হয়।
শেষ পর্যন্ত সহবাগ আগের ট্যুইটের জন্য ক্ষমা চান। ফের ট্যুইট করে সাফাই দেন, একটা ভুল মেনে না নেওয়া মানে আবার সেই ভুলই করা। অসম্পূর্ণ তথ্য ছিল বলে আরও অনেক নাম উল্লেখ করতে পারিনি। তাই আন্তরিক ভাবেই ক্ষমা চাইছি। তবে ট্যুইটটি কিন্তু মোটেই সাম্প্রদায়িক ছিল না। হত্যাকারীদের ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, তবে হিংস্রতা, নৃশংসতায় সকলেই সমান, এক। শান্তি আসুক।
সহবাগের বিতর্কে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। গত বছর গুরমেহর কৌর নামে এক ছাত্রীকে ট্যুইটে কটাক্ষ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কারগিলের শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংহের মেয়ে গুরমেহর এক ভিডিওতে বলেছিলেন, পাকিস্তান আমার বাবাকে মারেনি, উনি যুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে প্রবল শোরগোল হয়। সহবাগ ট্যুইট করেন, আমি দুটো ট্রিপল সেঞ্চুরি করিনি, আমার ব্যাট করেছে!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement