এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
নাবালিকাকে ধর্ষণ, খুনের চেষ্টা! 'এই বর্বরতা আমায় ভিতর থেকে নাড়া দিয়েছে!' ট্য়ুইট কেজরিবালের
১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের চেষ্টা! নির্যাতিতাকে দেখতে হাসপাতালে গেলেন অরবিন্দ কেজরিবাল। ট্যুইটারে লিখলেন, 'এই ঘটনা আমার ভিতর থেকে নাড়া দিয়েছে!'
![নাবালিকাকে ধর্ষণ, খুনের চেষ্টা! 'এই বর্বরতা আমায় ভিতর থেকে নাড়া দিয়েছে!' ট্য়ুইট কেজরিবালের 'Shaken Me To The Core': Arvind Kejriwal Condemns 13-Year-Old's Rape নাবালিকাকে ধর্ষণ, খুনের চেষ্টা! 'এই বর্বরতা আমায় ভিতর থেকে নাড়া দিয়েছে!' ট্য়ুইট কেজরিবালের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/27162736/kejriwal-worry.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ, খুনের চেষ্টা! নির্যাতিতাকে দেখতে হাসপাতালে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। ট্যুইটারে লিখলেন, 'এই ঘটনা আমার ভিতর থেকে নাড়া দিয়েছে!'
আজ দিল্লি এইমস হাসপাতালে নির্যাতিতার খবর নিতে যান কেজরিবাল। যাওয়ার আগে তিনি ট্যুইট করেন, '১৩ বছরের এক কিশোরীর সঙ্গে এই বর্বরতা আমায় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। এই অপরাধীরা মুক্ত হয়ে বাইরে ঘুরে বেড়াবে, সহ্য করা যায় না। আমি আর কিছুক্ষণের মধ্যেই এইমস-এ যাব ওই কিশোরীর খবর নিতে।' এরপর হাসপাতালে গিয়ে নির্যাতিতার খবর নেন কেজরিবাল।
মঙ্গলবার পশ্চিম দিল্লিতে নিজের বাড়িতেই আক্রান্ত হয় ১৩ বছরের মেয়েটি। অভিযোগ, ধারালো কিছু দিয়ে আঘাত করা হয় মেয়েটিকে। সেইসঙ্গে তাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা। তাদের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও রুজু হয়েছে।
ঘটনার পর প্রতিবেশীরা নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে। তখনই পুলিশ ও তার বাবা-মাকে খবর দেওয়া হয়। প্রথমে তাকে সঞ্জয় গাঁধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে পাঠানো হয় এইমস-এ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই নাবালিকার শরীরে ধারালো কিছু দিয়ে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মুখে ও মাথায় বিপজ্জনক আঘাত রয়েছে।
পুলিশের তরফে আরও জানানো হয়, বাবা-মা কাজে বেরিয়ে গেলে বাড়িতে একাই থাকত মেয়েটি। সেই সময়ই তার ওপর আক্রমণ হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্তভার নিয়েছে দিল্লি মহিলা কমিশন। আপাতত এইমস-এর বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর ১৩-র কিশোরী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)