বিরোধীদের বিরুদ্ধে ‘অবিশ্বাস্য’ গল্প না বলে সুস্থ রাজনীতি করুন, মোদীকে পরামর্শ শত্রুঘ্নর
নয়াদিল্লি: রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ‘অপ্রমাণযোগ্য এবং অবিশ্বাস্য’ গল্প রচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।
রবিবারই, কংগ্রেসের সঙ্গে ‘পাক-যোগের’ অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। গুজরাতের সানন্দে নির্বাচনী জনসভায় মোদী দাবি করেন, দিল্লিতে পাক হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছে কংগ্রেস। ওই বৈঠক হয়েছে মণিশঙ্কর আয়ারের বাসভবনে। তিনি যোগ করেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
এদিন, জবাবে টুইটারে শত্রুঘ্ন লেখেন, সম্মানীয় স্যার, যেনতেন ভাবে নির্বাচন জেতার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন অপ্রমাণযোগ্য এবং অবিশ্বাস্য গল্প তৈরি করার কোনও প্রয়োজন আছে কি? আর এখন তো তাদের সঙ্গে রাক হাই কমিশনার ও সেনাপ্রধানদের যোগসাজসের তত্ত্ব? অসাধারণ!
https://twitter.com/ShatruganSinha/status/940077112496500737গতকাল গুজরাতে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে মণিশঙ্করের তাঁকে ‘নীচ’ বলার প্রসঙ্গও টেনে আনেন মোদী। বলেন, আমাকে নীচ বলার পরের দিনই তাঁর প্রাথমিক সদস্যপদ খারিজ করেছে কংগ্রেস। এদিন এই নিয়েও মোদীকে আক্রমণ করেন ‘বিহারী বাবু’। শত্রুঘ্নর পরামর্শ, এভাবে পরিবেশকে সাম্প্রদায়িক করা উচিত নয়। তার চেয়ে ২০১৪ সালে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে কথা বলা উচিত প্রধানমন্ত্রীর।
টুইটারে তিনি লেখেন, স্যর! নতুন মোড়ক, মোড়, গল্প ও অভিযোগ না করে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার ওপর মনোনিবেশ করা উচিত। আবাসন, উন্নয়ন, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান, স্বাস্থ্য ও বিকাশের ওপর গুরুত্ব দেওয়া উচিত। এভাবে, পরিবেশকে সাম্প্রদায়িক না করে স্বাস্থ্যকর রাজনীতি এবং সুস্থ নির্বাচন করা হোক।
https://twitter.com/ShatruganSinha/status/940077566907506688