এক্সপ্লোর
Advertisement
গ্রামে স্কুলে, হস্টেলে 'প্যাডম্যান' দেখানোর ব্যবস্থা করুন, দেখান পুরুষদেরও, অক্ষয় কুমারকে চিঠি 'প্যাডওম্যান' মহিলা বিজ্ঞানীর
ভোপাল: 'প্যাডম্যান' ছবিটা গ্রামের স্কুলে, হস্টেলে দেখানোর ব্যবস্থা করুন। এতে গ্রাম ভারতের কিশোরী, মহিলাদের ঋতুঃস্রাব সংক্রান্ত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা যাবে। অভিনেতা অক্ষয় কুমারকে চিঠি লিখে অনুরোধ করেছেন আমেরিকা ফেরত মহিলা বিজ্ঞানী মায়া বিশ্বকর্মা। আদিবাসী অধ্যুষিত এলাকার মহিলাদের ঋতু্ঃস্রাব বিষয়ক স্বাস্থ্য সচেতন করে তোলার কাজ করছেন, তাঁদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থাও করছেন তিনি। মধ্যপ্রদেশের নরসিংপুরে তাঁকে সবাই ডাকে 'প্যাডওম্যান' বা 'প্যাডজিজি' নামে।
বায়োলজিস্ট মায়া বিশেষ করে 'প্যাডম্যান' দেখাতে বলেছেন গ্রামের পুরুষদের যাতে তাদেরও মহিলাদের ঋতুঃস্রাবের মতো জরুরি একটি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করা যায়। গ্রামসমাজে আজও ঋতুঃস্রাবকে ট্যাবু অর্থাত্ অস্বস্তিকর বিষয় বলে ভাবা হয় বলে তার প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গি বদলাতেও ছবিটি দেখানোর কথা বলেছেন মায়া।
কিশোরী জীবনে ঋতুঃস্রাব সংক্রান্ত অসাবধানতা, সচেতনতার অভাব দেখেছেন নিজের চারপাশে। সেজন্যই উচ্চশিক্ষা শেষ করে আমেরিকা থেকে নরসিংপুরের মেহরাগাঁওয়ে ফিরে দু বছর ধরে এই কর্মসূচি শুরু করেন তিনি। মধ্যপ্রদেশে মাত্র ২৪ শতাংশ মহিলা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন বলে জানাচ্ছেন মায়া।
চিঠিতে মায়া অক্ষয় কুমারকে অনুরোধ করেছেন, তিনি যদি মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলে রাজ্যে ছবিটিকে করমুক্ত করিয়ে নিতে পারেন, তবে অনেক বেশি মানুষ তা দেখার সুযোগ পাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খবর
ক্রিকেট
Advertisement