এক্সপ্লোর
ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছে আপ সরকার, বলল শুংলু প্যানেল

নয়াদিল্লি: আম আদমি পার্টিকে দলীয় অফিস তৈরির জন্য জমি দেওয়া থেকে মন্ত্রী সত্যেন্দ্র জৈনের মেয়েকে দিল্লি স্টেট হেলথ মিশনের মিশন ডিরেক্টর পদে বসানো- বারবার ক্ষমতার অপব্যবহার করেছে দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার। এমনটাই বলল প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ গঠিত শুংলু প্যানেল। ৩ সদস্যের প্যানেল তাদের রিপোর্টে বলেছে, ২০১৫-র এপ্রিলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সবকটি দফতরকে যে নির্দেশ দেন, তার মধ্যেই রয়েছে গন্ডগোলের সূত্র। ওই নির্দেশে বলা হয়, দিল্লি বিধানসভায় পাশ হওয়া সব বিষয়ে লেফটেন্যান্ট জেনারেলের অনুমোদন না পেলেও চলবে। শুংলু প্যানেলের রিপোর্টে বলা হয়েছে, আপকে পার্টি অফিস তৈরির জন্য জমি দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তা এখনই বাতিল করা হোক। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে বাসভবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ১০০ পাতার বেশি রিপোর্টে আলোচনা হয়েছে সরকারের নানা পদক্ষেপ নিয়ে। যেভাবে লেফটেন্যান্ট জেনারেলের সম্মতি না নিয়েই বেশ কয়েকজনকে সরকারি উপদেষ্টার পদে বসিয়ে দেওয়া হয়, তার আইনি দিক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যেভাবে নানা সরকারি অফিসারকে এক দফতর থেকে অন্য দফতরে বদলি করা হয়েছে, মন্ত্রীরা যেভাবে বিদেশ সফর করেছেন ও আইনজীবীদের নিয়োগ করা হয়েছে, সবেতেই অস্বচ্ছতা রয়েছে। বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই মন্ত্রীরা লেফটেন্যান্ট জেনারেলের সম্মতি নেওয়ার পরোয়া করতেন না। এর আগে নাজিব জঙ্গ বলেন, শুংলু প্যানেল যদি তাঁদের কাজকর্মে বেআইনি কিছু খুঁজে পায়, তবে কেজরীবালের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















