এক্সপ্লোর
Advertisement
আইনি আদেশ দেখিয়ে বিমানবন্দরে বাধা, শ্রীনগরে ঢুকতে পারেননি তিনি ও রাজা, দাবি ইয়েচুরির
ইয়েচুরির দাবি, তিনি ও শীর্ষ সিপিআই নেতা ডি রাজা-দুজনেই বৃহস্পতিবার রাজ্যপালকে চিঠি লিখে আগাম জানিয়েছিলেন, তাঁরা শ্রীনগর যাচ্ছেন। তাঁদের যেন কোনও বাধার মুখে পড়তে না হয়। কিন্তু তা সত্ত্বেও আটকানো হল।
নয়াদিল্লি: কাশ্মীরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করে বাধা পেলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা। ইয়েচুরির তেমনই দাবি। শ্রীনগর বিমানবন্দরে তাঁদের বাধা দেওয়া হয় শহরে ঢুকতে গেলে, এ কথা জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে বলেন, ওঁরা আমাদের আইনি অর্ডার দেখালেন, যাতে শ্রীনগরে প্রবেশের কোনও অনুমতি নেই বলে রয়েছে। এও বলা আছে, নিরাপত্তাজনিত কারণ এসকর্ট করে পাহারা দিয়েও গাড়ি নিয়ে শহরে ঢোকার অনুমতি নেই। আমরা এখনও ওদের সঙ্গে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করছি।
Com D Raja and I are on our way to Srinagar on the 9.55 am Indigo flight to meet Com Yousuf Tarigami and our other comrades in Jammu & Kashmir pic.twitter.com/axRKZkLbV6
— Sitaram Yechury (@SitaramYechury) August 9, 2019
ইয়েচুরির দাবি, তিনি ও শীর্ষ সিপিআই নেতা ডি রাজা-দুজনেই বৃহস্পতিবার রাজ্যপালকে চিঠি লিখে আগাম জানিয়েছিলেন, তাঁরা শ্রীনগর যাচ্ছেন। তাঁদের যেন কোনও বাধার মুখে পড়তে না হয়। কিন্তু তা সত্ত্বেও আটকানো হল। আমার এখানকার অসুস্থ সহকারী নেতা, কমরেডদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
বৃহস্পতিবার শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও শ্রীনগরে ঢুকতে গিয়ে অনুমতি পাননি। তাঁকে শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement