এক্সপ্লোর
Advertisement
তাঁর বিরুদ্ধে যৌনগন্ধী মন্তব্য করেছেন রবার্ট ভঢরার আত্মীয়, অভিযোগ স্মৃতি ইরানির
নয়াদিল্লি: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। এক সংবাদ চ্যানেলে স্মৃতি অভিযোগ করেছেন, টুইটারে কংগ্রেসের হয়ে লড়াই চালানো তেহসিন পুনাওয়ালা তাঁর সম্পর্কে যৌনগন্ধী মন্তব্য করেছেন।
২০১৬-র ফেব্রুয়ারিতে তেহসিন ওই টুইটটি করেন বলে অভিযোগ। সে সময় জাতীয়তাবাদ ইস্যুতে তোলপাড় হচ্ছিল গোটা দেশ। স্মৃতি তখন ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমার সংক্রান্ত ঘটনার পর তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। সে সময় পুনাওয়ালা ওই মন্তব্যটি করেন বলে অভিযোগ।
সম্পর্কে এই তেহসিন পুনাওয়ালা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জামাই রবার্ট ভঢরার আত্মীয়। জাতীয়তাবাদ নিয়ে বিতর্কের জেরে দেশের সব বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা তোলা বাধ্যতামূলক করেন স্মৃতি। সে ব্যাপারে তেহসিন এই টুইট করেন বলে অভিযোগ
আপত্তিকর টুইটগুলি অবশ্য আগেই ডিলিট করে দেওয়া হয়। তবে স্ক্রিনশট ছিল অনেকের কাছে। তা দেখে তেহসিন অবশ্য দাবি করেন, ওই টুইট ফটোশপের মাধ্যমে করা হয়েছে, তিনি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানেন না। স্মৃতির বিরুদ্ধে আইনি পথে হাঁটারও হুমকি দেন তিনি।
My lawyers will NOW do the talking. Everyone including women on twitter who know me , know I am vv liberal n not a misogynistic person
— Tehseen Poonawalla (@tehseenp) February 4, 2017
Unbelievable Im called a sexist. Im pro abortion anti martial rape pro homosexuality pro women wearing what they want etc etc — Tehseen Poonawalla (@tehseenp) February 4, 2017
তবে এই প্রথম নয়, স্মৃতির কাছ থেকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ফেরত নিয়ে তাঁকে যখন বস্ত্রমন্ত্রী করা হয়, তখনও এমনই যৌনগন্ধী টুইট করেন তেহসিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement