এক্সপ্লোর
রাহুলকে তিন জবাব স্মৃতির, ট্যুইটারে ছড়াল উত্তাপ
নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এর পাল্টা হিসেবে রাহুলকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। রাহুলের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করা তিনটি মন্তব্য বেছে নিয়ে পাল্টা জবাব দিয়েছেন স্মৃতি। তাঁর এই জবাব ঘিরে অনুগামীরা উল্লসিত। তাঁরা স্মৃতি ওই জবাব লাইক ও রি-ট্যুইট করেছেন।
উল্লেখ্য, ২০১৪-র লোকসভা নির্বাচনে রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন স্মৃতি। এরপর থেকে বিভিন্ন ইস্যুতেই রাহুলকে কটাক্ষ করেছেন স্মৃতি।
গত বৃহস্পতিবার রাহুল কংগ্রেসের 'জন বেদনা' সম্মেলনে মোদীকে নিশানা করে বলেছিলেন, দেশের ইতিহাসে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের কাছে নিজেকে হাস্যকর করে তুলেছেন। এর জবাবে স্মৃতির ট্যুইট, ‘এই ট্যুইট মনমোহন সিংহর জন্য???’
Sly tweet for Shri Manmohan Singh ??? https://t.co/9bwgMFDD3N
— Smriti Z Irani (@smritiirani) January 11, 2017
এরপর রাহুলের ট্যুইটার পেজে পোস্ট করা আরও দুটি মন্তব্যের জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাহুল বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশে অচ্ছে দিন আসবে। এই মন্তব্যের জবাবে সুষমার ট্যুইট- ‘এটা কি স্বীকারোক্তি যে, দেশে কয়েক দশকের কংগ্রেস শাসন অচ্ছে দিন ছিল না???’
Is this an admission that decades of Congress rule in our country were not Acche Din??? https://t.co/NuRG4nHPP7 — Smriti Z Irani (@smritiirani) January 11, 2017
নোট বাতিলের সিদ্ধান্তকে কটাক্ষ করে রাহুল বলেছিলেন, প্রত্যক অর্থনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে অনুপযুক্ত বলেছেন। এটা এর আগে কখনও হয়নি।
এর জবাবে স্মৃতির ট্যুইট- ‘তাহলে কি ২ জি, কয়লা দুর্নীতি, কমনওয়েল্থ গেমস দুর্নীতি ও অগুস্তা-আপনার মতে উপযুক্ত???’
2G, Coal Scam, Common Wealth Games Scam, Augusta - Your definition of competence??? https://t.co/cpctv5fwvU
— Smriti Z Irani (@smritiirani) January 11, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement