এক্সপ্লোর
Advertisement
নিরপেক্ষ তদন্ত হোক, রবার্টের পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে চ্যালেঞ্জ সনিয়ার
রায়বেরিলি (উত্তরপ্রদেশ): জামাই রবার্ট বঢরার পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে তোপ সনিয়া গাঁধীর। বঢরার বিরুদ্ধে সঞ্জয় ভান্ডারী নামে এক অস্ত্র-ডিলারের সঙ্গে যোগসাজশ ও লন্ডনে বেনামি সম্পত্তির মালিক হওয়ার অভিযোগের পিছনে সরকারের হাত রয়েছে, দাবি করে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে নিরপেক্ষ তদন্ত করানো হোক। সত্যি বেরিয়ে আসবে!
ওই অস্ত্র-ডিলারের নানা আর্থিক লেনদেন ও রবার্টের সঙ্গে তার সম্পর্ক, বিশেষত মধ্য লন্ডনে তার রাহুলকে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দেওয়ার ব্যাপারে তদন্তের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা প্রশ্ন করলে এই প্রতিক্রিয়া দেন সনিয়া।
প্রসঙ্গত, সঞ্জয়ের বাসস্থান থেকে আয়কর দফতরের তল্লাসিতে মেলা নথিপত্র উদ্ধৃত করে মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ সালে লন্ডনে প্রায় ১৯ কোটি টাকায় একটি ফ্ল্যাট কেনা হয়। সেটি পরে বিক্রিও করে দেওয়া হয়। সে ব্যাপারে লাগাতার মেল চালাচালি হয়েছে একদিকে রবার্ট ও তাঁর সহযোগী, অন্যদিকে সঞ্জয়ের সহযোগীর মধ্যে। অভিযোগ, লন্ডনের ফ্ল্যাটটি রবার্টের। যদিও সনিয়ার জামাইয়ের পক্ষের আইনি ফার্ম তাঁর লন্ডনে এমন কোনও ফ্ল্যাট থাকার কথা অস্বীকার করেছে। ওই অস্ত্র ডিলার ও তার সহযোগীর সঙ্গে রবার্টের ব্যবসায়িক যোগাযোগের অভিযোগও খারিজ করেছে তারা।
আর সনিয়া এদিন আক্রমণাত্মক মেজাজে বলেছেন, কংগ্রেস-মুক্ত ভারত তৈরির জন্য মিথ্যা অভিযোগ দায়ের করার চক্রান্তের অঙ্গ এসব। কংগ্রেস-মুক্ত ভারতের মানে কী! প্রতিদিনই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সত্যিই যদি কিছু থাকে, তাহলে নিরপেক্ষ তদন্ত হলেই সত্যিটা বেরিয়ে আসবে। রবার্টের বিরুদ্ধে পারিবারিক, রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে জমি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে আগে। তবে কখনই সনিয়া এ নিয়ে মুখ খোলেননি। এই প্রথম প্রকাশ্যে রবার্টের সমর্থনে এগিয়ে এলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement